নয়াদিল্লি: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রাখী সবন্তের অসুস্থতার (Rakhi Sawant Hospitalised) খবর। দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি, হাতে নল লাগানো। যদিও এবার তাঁর অসুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাখীর প্রাক্তন স্বামী আদিল খান (Adil Khan)। কী বলেছেন তিনি?


'নাটক' করছেন রাখী! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন স্বামী আদিলের


রাখীর অসুস্থতার ঘটনা সম্পূর্ণই 'নাটক' (drama) বলে নস্যাৎ করেছেন তাঁর প্রাক্তন আদিল খান। সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে জেল যাওয়া থেকে রক্ষা পেতে রাখী সবন্ত অসুস্থ হওয়ার 'নাটক' করছেন। আদিল একটি মামলা করেছেন রাখীর বিরুদ্ধে তাঁদের ব্যক্তিগত ভিডিও ফাঁস করার অভিযোগে। 


সেই প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে যে রাখীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪ ও ৩৪ ধারার অধীনে মামলা করা হয়েছে। সেই সঙ্গে ইনফর্মেশন অ্যান্ড টেকনোলজি অ্যাক্টের ৬৭ (এ) ধারাতেও মামলা রুজু হয়েছে। 


আদিল ওই সাক্ষাৎকারে বলেছেন, 'কোনও ডাক্তারের রিপোর্ট নেই। কোনও চিকিৎসক কিছুই বলেননি। আমরা এও জানি না যে কোন হাসপাতালে ওঁকে ভর্তি করা হয়েছে। যদি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকে, আমার মনে হয় রুগীদের সাধারণত অক্সিজেন মাস্কের দরকার পড়ে, ওঁর (রাখী সবন্ত) তাও নেই। শুধুমাত্র পুলিশের কাছে খুব শীঘ্রই আত্মসমর্পণ করতে হবে বলে এসব করছে। জেলে যাওয়া থেকে নিজেকে বাঁচাতে এসব স্রেফ নাটক।'


আরও পড়ুন: Monali Thakur: 'এই পরিস্থিতির সঙ্গে কীভাবে লড়াই করব?' লাইফ সাপোর্টে মা, বড় সিদ্ধান্ত নিলেন মোনালি ঠাকুর


অন্যদিকে, আরও বেশ কিছু সূত্রের খবর, তাঁর জরায়ুতে টিউমার ধরা পড়েছে। রাখী অসুস্থ হওয়ার পর থেকেই তাঁর পাশে রয়েছেন প্রাক্তন স্বামী রীতেশ সিংহ। তিনিই প্রকাশ্যে এনেছেন রাখীর স্বাস্থ্যের খবর। তিনিই জানিয়েছেন, বুকে ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও, রাখীর জরায়ুতে টিউমার ধরা পড়েছে। আপাতত তারই চিকিৎসা চলছে। শরীরের যে কোনও জায়গায় টিউমার ধরা পড়লেই চিকিৎসার প্রথম ধাপ হল পরীক্ষা করে দেখা সেই টিউমার থেকে ক্যানসার হতে পারে কি না। প্রথমে সেইটা নির্ণয় করে নিয়েই শুরু হয় চিকিৎসা। রাখীর ক্ষেত্রেও প্রথমে সেই সমস্ত পরীক্ষাই করা হচ্ছে। টেস্টের রিপোর্ট এলে তবেই বোঝা যাবে ঠিক কী হয়েছে রাখীর। আদৌ টিউমারটি বিপজ্জনক কি না বা ক্যানসারের সম্ভাবনা রয়েছে কি না।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।