মুম্বই: কিছুদিন আগে রাখি সাবন্ত দাবি করেন, এক প্রবাসী ভারতীয়কে বিয়ে করেছেন তিনি। তারপর দিব্যি সেজেগুজে, হাতে মেহন্দি, মাথায় সিঁদুর পরে ছবি তুলছিলেন। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন রাখি। সেখানে তাঁকে কেঁদে গঙ্গা-যমুনা করতে দেখা যাচ্ছে।

রাখির দাবি, সদ্য বিয়ে করা স্বামীটি এক মাস হতে না হতেই তাঁকে পাত্তা দিচ্ছেন না। ভিডিওয় তিনি বলছেন, তুমি যা বলবে আমি করব, সব কথা শুনব। কিন্তু এভাবে আমাকে অবহেলা কোরো না। তোমার আমার ওপর একটু মায়া হচ্ছে না! আমি তোমাকে ভীষণ ভালবাসি।


আরও কিছু ভিডিও পোস্ট করেছেন রাখি, সেগুলিতে তাঁকে স্বামী রীতেশের ব্যাপারে কথা বলতে দেখা গিয়েছে।


রাখির দাবি, রীতেশ বিদেশে ব্যবসা করেন, বিদেশেই থাকেন। একটি হোটেলের ঘরে বিয়ে করেছেন তাঁরা, সেখানে শুধু উপস্থিত বরবধূর পরিবার। যদিও এখনও রীতেশের সঙ্গে একটি ছবিও পোস্ট করেননি তিনি। সে জন্য অনেকেই মনে করছেন, রাখি আসলে বিয়ে টিয়ে কিছু করেননি, সবই তাঁর পাবলিসিটি স্টান্ট।