নয়াদিল্লি: বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ। তাঁর বোলিং অ্যাকশন অন্যদের চেয়ে আলাদা। এই অদ্ভুত বোলিং অ্যাকশন নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাচ্ছেন তিনি। তাঁর প্রশংসা করে ভারতের প্রাক্তন বাঁ হাতি পেসার জাহির খান বলেছেন, অদ্ভুত অ্যাকশনই বুমরাহকে বাড়তি সুবিধা দিচ্ছে।


সংবাদসংস্থা পিটিআই-কে জাহির বলেছেন, ‘ও (বুমরাহ) বিশেষ প্রতিভার অধিকারী। ওর বোলিং অ্যাকশন অদ্ভুত। সেটাই ওকে ব্যাটসম্যানদের চাপে ফেলতে সাহায্য করে। ও সবসময় শিখতে চায় এবং পারফরম্যান্সের উন্নতির চেষ্টা করে। ও ফিটনেসের উন্নতি করার চেষ্টা করছে, বোলিংয়ের নতুন ধরন নিয়েও পরিশ্রম করছে। ও স্বল্প সময়ের মধ্যে বোলার হিসেবে নিজেকে বদল করেছে। সেটাই ওর সাফল্যের মূলে।’

বুমরাহর প্রশংসা করে জাহির আরও বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাওয়ার ক্ষেত্রে মানসিকতা এবং খেলার ধরন বিশেষ গুরুত্বপূর্ণ। বুমরাহ সাফল্য পাওয়ার ক্ষেত্রে যা যা জরুরি, সেই সবই করেছে।’

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহলের বাদ পড়া প্রসঙ্গে জাহির বলেছেন, ‘ওরা নিজেদের বিষয়ে অত্যন্ত স্বচ্ছ। তবে দিনের শেষে কী হয়, সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। টি-২০ বিশ্বকাপের আগে অনেক সময় আছে। দল নিয়ে কী পরীক্ষা-নিরীক্ষা চলে, সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। অন্য দলগুলি কী করছে, সেটাও দেখতে হবে।’