মুম্বই: স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দায়ের করেছেন বলিউড অভিনেত্রী রাখী সবন্ত (Rakhi Sawant)। তাঁর সঙ্গে প্রতারণা করেছেন আদিল দুরানি। অন্য মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। এবং ইন্ডাস্ট্রিতে আসার জন্য তাঁকে ব্যবহার করেছেন বলে দাবি অভিনেত্রীর। রাখী সবন্তের অভিযোগের বিরুদ্ধে নিজের মতামতো প্রকাশ করেছেন আদিল। নিজের সোশ্যাল মি়ডিয়া হ্যান্ডলে এই প্রসঙ্গে দীর্ঘ পোস্ট করেন। তবে. রাখী সবন্তের অভিযোগের ভিত্তিতেই এবং এফআইআর দায়ের করার কারণে আদিল দুরানিকে হেফাজতে নিল ওশিয়ারা পুলিশ। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে যে, তিনি রাখীর রাছ থেকে টাকাপয়সা এবং গয়না নিয়েছেন। আদিল দুরানির বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪০৬ ধারায় অভিযোগ দায়ের হয়েছে।


রাখীর এফআইআরের পর পুলিশ হেফাজতে তাঁর স্বামী-


বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না রাখী সবন্তের। স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে রাখী দাবি করেছেন যে, প্রেমিকা তনুর সঙ্গে সম্পর্ক রেখে তাঁর থেকে আলাদা হয়ে গিয়েছেন আদিল। অভিনেত্রী বলেন, 'আদিল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ও তনুর সঙ্গে থাকবে। কাল আমাকে ও বলে দিয়েছে। ও বলেছে যে, 'আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি তনুর কাছে। আমি ওর সঙ্গে থাকব।' শুধু তাই নয়, মায়ের মৃত্যুর জন্যও আদিলকেই দায়ী করেছেন রাখী সবন্ত। অভিনেত্রী বলেন, 'আমার মাকে তুমি মেরে ফেলেছো। যদি সঠিক সময়ে আমার মায়ের চিকিতসা করানো হত, তাহলে হয়তো মা এত তাড়াতাড়ি মারা যেতেন না। তুমি আমার সামনে কোনও বিকল্প রাস্তাই ছাড়োনি। তুমি আমাকে রাস্তায় এনে ফেলেছো। আমাকে লুটেছো।' রাখী সবন্তের অভিযোগ, তাঁর টাকা এবং তাঁর মায়ের গয়না নিয়ে চম্পট দিয়েছেন আদিল। 'বিগ বস মরাঠি'র ঘরে প্রতিযোগী হিসেবে যাওয়ার আগে আদিলের নামে ১০ লক্ষ টাকার চেকও লিখে দিয়েছিলেন। যাতে যেকোনও দরকারে তাঁর মা পেতে পারেন। এমনটাই জানাচ্ছেন রাখী।


আরও পড়ুন - Sidharth Kiara Wedding: কবে সন্তান আসবে সিদ্ধার্থ-কিয়ারার? জানিয়ে দিলেন জ্যোতিষী


রাখী বলছেন, 'আমার মা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ব্যাঙ্কে, অ্যাকাউন্টে টাকা থাকার পরও আমার মায়ের চিকিতসার খরচের জন্য ও টাকা দেয়নি। আমার মা কীকরে মারা গেলেন? আদিল খান দুরানির জন্য। ওই সময় মায়ের একটা ছোট অপারেশনের দরকার ছিল। ওই সময় যদি টাকা দিয়ে দিত, তাহলে এমনটা হত না। আমার টাকা ছিল ওর কাছে। ওর কোনও টাকা ছিল না। ও তো ভিখারি। ওর কাছে কিছু নেই।'


প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে সবাইকে চমকে দিয়ে বিয়ের কথা সামনে আনেন রাখী সবন্ত। জানান, তিনি এবং তাঁর প্রেমিক আদিল দুরানি অনেকদিন আগেই বিয়ে সেরেছেন। আর স্বামীর ইচ্ছা অনুযায়ীই বিয়ের কথা গোপন রেখেছিলেন রাখী।