মুম্বই: বিতর্ক যাঁর সর্বক্ষণের সঙ্গী সেই রাখী সাওয়ান্ত ফের খবরের শিরোনামে এসেছেন ঋষি বাল্মিকী নিয়ে তাঁর অশালীন মন্তব্যের জন্যে। সম্প্রতি এও শোনা যায় ২০১৬ সালে কোনও এক বেসরকারি চ্যানেলে সাক্ষাত্কার দেওয়ার সময় ঋষি বাল্মিকীকে তাঁর বন্ধু মিকা সিংহের সঙ্গে তুলনা করে অশালীন মন্তব্য করেন রাখী। এরপর আদালতে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। শুনানির দিন আদালতে উপস্থিত না থাকায় রাখীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এমনকি একথাও শোনা যায় পঞ্জাব পুলিশ মুম্বই এসে রাখীকে গ্রেফতারও করেছে। এরপরই রাখী দাবি করেন, এমন কিছুই তাঁর সঙ্গে ঘটেনি। এরপর এক সাংবাদিক বৈঠকে রাখী আর্জি জানান, তাঁকে এই বিপদ থেকে উদ্ধার করুন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাল্মিকী সম্পর্কে অশালীন মন্তব্য, মুম্বই থেকে রাখী সাওয়ান্তকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ
ওই সাংবাদিক বৈঠকেই রাখী বলেন, 'পুলিশ কেন আমাকে খুঁজবে? কোথায় গেছি আমি? আমি ভারতের সন্তান, ভারতেই আছি। আমি মুম্বইয়ে শ্যুটিং করছি। আমি ২০১৬ সালে কিছু বলেছিলাম, ২০১৭ সালে তারজন্যে কেন গ্রেফতারি পরোয়ানা জারি হবে আমার বিরুদ্ধে। আমি বুঝতে পারছি না।'
রাখীর দাবি, পুলিশও তাঁর সঙ্গে দেখা করেননি। তিনি এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি পরোয়ানাও হাতে পাননি। 'আমি টিভিতে দেখলাম আমি গ্রেফতার হয়েছি', দাবি রাখীর। এরপর তিনি জানান বিভ্রান্ত হয়ে তিনি নাকি ওশিওয়ারা থানায় গিয়েছিলেন। তারপর সেখানেই তিনি আত্মসমর্পণ করেন।
২০১৬ সালে করা মন্তব্যের জেরে যেভাবে এখন ফেঁসে গেছেন রাখী, সেইজন্যে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহের কাছ থেকে সাহায্য চেয়েছেন। অভিনেত্রীর আর্জি তাঁরা যেন তাঁকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করেন। এরপর তিনি বলেন তিনি সবসময় বিজেপিকে সমর্থন করেছেন, তাই চান তাঁরাও তাঁকে তাঁর দুঃসময় সাহায্য করুক।
বাল্মিকী নিয়ে বেঁফাস মন্তব্য করে পুলিশি জালে রাখী সাওয়ান্ত, চান তাঁকে উদ্ধার করুন মোদী!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Apr 2017 01:46 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -