কলকাতা: ১ ইনিংস আর ১৩০ রানে ইন্দোর টেস্ট জিতে এবার ইডেন গার্ডেনসে টিম ইন্ডিয়া। হাতছানি দিচ্ছে ঐতিহাসিক দিন-রাতের গোলাপি টেস্ট। তাল ঠুকছে বাংলাদেশও। অতিথিদের তালিকায় রয়েছেন পিভি সিন্ধু, গোপীচাঁদ, মেরি কম, কপিল দেব, সুনীল গাওস্কর, সানিয়া মির্জা। থাকছেন রানি মুখোপাধ্যায়। আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো থাকছেনই। কলকাতা সেজে উঠেছে গোলাপি রঙে, ক্রিকেট জ্বরে কাঁপছে শহর। মাঠে বল গড়ানোর আগে দেখে নিন ম্যাচের খুঁটিনাটি।
খেলা কখন শুরু হবে
ভারতীয় সময় বেলা ১টায় শুরু হবে খেলা।
কীভাবে, কোথায় দেখা যাবে খেলা
স্টার স্পোর্টস ১ ও স্টার স্পোর্টস ১ এইচডি-তে হবে ইংরেজি ধারাভাষ্যে লাইভ টেলিকাস্ট। স্টার স্পোর্টস ৩ ও স্টার স্পোর্টস ৩ এইচডি-তে শোনা যাবে হিন্দি ধারাভাষ্য, লাইভ টেলিকাস্টের সঙ্গে।
কীভাবে অনলাইনে দেখা যাবে ম্যাচ
হটস্টারে চলবে টেস্টের অনলাইন স্ট্রিমিং।
বর্তমান বাংলাদেশ দলের কোনও খেলোয়াড়ের গোলাপি বল খেলার অভিজ্ঞতা নেই, ফলে ব্যাট-বল উভয় ক্ষেত্রেই সমস্যায় পড়তে পারেন তাঁরা।
ভারত-বাংলাদেশ গোলাপি টেস্ট: কোথায়, কীভাবে দেখবেন লাইভ টেলিকাস্ট, লাইভ স্ট্রিমিং, জেনে নিন
ABP Ananda, Web Desk
Updated at:
22 Nov 2019 11:36 AM (IST)
বর্তমান বাংলাদেশ দলের কোনও খেলোয়াড়ের গোলাপি বল খেলার অভিজ্ঞতা নেই, ফলে ব্যাট-বল উভয় ক্ষেত্রেই সমস্যায় পড়তে পারেন তাঁরা।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -