মুম্বই: ‘শশীকলা’ হতে চলেছে রামগোপাল ভার্মার আগামী ছবি। রামু জানিয়েছেন, ‘এক রাজনীতিকের ঘনিষ্ঠতম বন্ধু’-র জীবন নিয়ে ছবিটি তৈরি করছেন তিনি। তবে একইসঙ্গে তাঁর দাবি, ছবির গল্প পুরোপুরি কাল্পনিক, এর সঙ্গে জীবিত বা মৃত-কারও সাদৃশ্য নেই।

ছবির নামে পরিষ্কার, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বান্ধবী শশীকলার জীবন নিয়ে ছবি করার কথা ভেবেছেন রামগোপাল। কিন্তু রামুর টুইট







বাস্তব ঘটনা নিয়ে ছবি করার জন্য বিখ্যাত এই পরিচালক দাবি করেছেন, একটি তামিল প্রেমের গল্প তাঁর ছবির মুখ্য উপজীব্য। একইসঙ্গে তাঁর বক্তব্য, সদ্যমৃত জয়ললিতাকে অত্যন্ত শ্রদ্ধা করেন তিনি কিন্তু আরও বেশি শ্রদ্ধা করেন শশীকলাকে। জয়ললিতা অন্যদের থেকে শশীকলাকে বেশি সম্মান করতেন, তাই তাঁর ছবির নাম ‘শশীকলা’।

তাঁর কথায়, শশীকলার চোখ দিয়ে জয়ললিতাকে দেখলে অনেক বেশি কাব্যিক ও সৎরূপে দেখা দেবেন এই সদ্যপ্রয়াত মুখ্যমন্ত্রী। এমনকী জয়ার চোখ থেকে জয়াকে দেখার থেকেও তার প্রভাব বেশি।

এই মুহূর্তে অবশ্য রামু ব্যস্ত তাঁর ‘সরকার’ সিরিজের তৃতীয় ছবি নিয়ে। এতে কাজ করছেন অমিতাভ বচ্চন, মনোজ বাজপেয়ী ও ইয়ামি গৌতম।