মুম্বই: আমির খানের দঙ্গল দেখে মুগ্ধ রামগোপাল বর্মা। রামগোপালের পরিচালনাতেই রঙ্গিলা-য় কাজ করেছিলেন আমির। দফায় দফায় ট্যুইট করে দঙ্গল দেখে নিজের ভাল লাগার অনুভব মেলে ধরেছেন এই নামী ডিরেক্টর।
মহাবীর সিংহ ফোগত ও তাঁর কুস্তিগীর মেয়েদের জীবন নিয়ে তৈরি ছবিতে দুটি পরিণত বয়সি মেয়ের বাবার চরিত্রে অভিনয় করতে দ্বিধা না করায় আমিরের দারুণ প্রশংসা করেছেন রামগোপাল। ট্যুইট করেছেন, দঙ্গল দেখলাম। ভারতীয় দর্শকদের বৌদ্ধিক শক্তির ওপর আমিরের বিশ্বাস দেখে দারুণ লাগল। দর্শকরা মুখ বুজে নিষ্ক্রিয় থেকে তাঁর ছবি দেখে যাবেন, তা আমির চান না, তিনি তাঁদের বুদ্ধি, মেধাকে সম্মান করেন, এটা তাঁকে মুগ্ধ করেছে বলে জানিয়েছেন রামগোপাল।
লিখেছেন, আমির চিরকালই আন্তরিক। কিন্তু এটা যত দিন যাচ্ছে, আরও গভীর, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমিরের পা ছুঁতে চাই। অন্য খানরা যেখানে দর্শকরা মূক হয়ে থাকবেন বলে ধরে নেন, সেখানে আমির তাঁদের সুপ্ত বুদ্ধিকে উসকে দেন, তাঁদের মেধাকে সম্মান করেন।
বাকি খানদের সম্পর্কে কটাক্ষ-মিশ্রিত ট্যুইটে রামগোপাল লিখেছেন, সুপারস্টাররা ৫০ পেরনোর পরও সিক্স প্যাক দেখাতে চান। চিরকাল ছবিতে যুবক দেখাতে চান নিজেদের। তার বাইরে বেরতে পারেন না চিন্তাভাবনায়। আর তারপর আসেন দঙ্গল-এর আমির।
বলিউডের বাকি খানদের কটাক্ষ করে রামগোপাল এও ট্যুইট করেছেন, আমিরের ছবি বাইরের দুনিয়াকে বাধ্য করে ভারতকে গুরুত্ব দিয়ে বিচার করতে, সেখানে অন্য খানদের ছবি ভারতকে পশ্চাত্পদ দেশ হিসাবে তুলে ধরে।