মুম্বই: এটা এখন সকলেরই জানা যে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সাধারণত কোনও পুরস্কার অনুষ্ঠানেই উপস্থিত থাকেন না। তাই তাঁর ছবি দর্শকের বিচারে বিশাল প্রশংসা পেলেও, পুরস্কার মঞ্চে বিচারকদের বিচারে সেগুলো কখনও শ্রেষ্ঠত্বের সম্মান পায়নি।

সম্প্রতি এপ্রসঙ্গে পরোক্ষে একটি মন্তব্য করলেন রামগোপাল বর্মা। তাঁর দাবি যে বছর ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির জন্যে শাহরুখ খান সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন, সেবছর আমির আশা করেছিলেন তিনি ‘রঙ্গিলা’ ছবিতে তাঁর অভিনয়ের জন্যে শ্রেষ্ঠত্বের শিরোপা পাবেন। কিন্তু বাস্তবে তা হয়নি। শোনা যায় এরপর থেকেই যেকোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠান এড়িয়ে চলেন আমির।

এরপরই রামগোপাল এই সমস্ত পুরস্কার অনুষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। প্রসঙ্গত, সম্প্রতি সেরা অভিনেতা হিসেবে যখন জাতীয় পুরস্কারের মঞ্চে ‘রুস্তম’ ছবির জন্যে অক্ষয় কুমারের নাম ঘোষণা করা হয়, তখন নেটিজেনরা দাবি তোলেন ‘দঙ্গল’-এর জন্যে সবচেয়ে যোগ্য প্রার্থী ছিলেন আমির। কেন তাঁকে দেওয়া হল না শ্রেষ্ঠত্বের সম্মান?