কলকাতা: '৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এ (69th National Film Awards) 'নন ফিচার ফিল্ম' (Non Feature Film) বিভাগে বিশেষ উল্লেখ (Special Mention) পেয়েছে পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের (Ram Kamal Mukherjee) ছবি 'এক দুয়া' (Ek Duaa)। এষা দেওল তখতানি অভিনীত এই স্বল্প দৈর্ঘ্যের ছবি মুক্তি পায় ২০২১ সালে। জাতীয় পুরস্কার পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পরিচালক। কী বললেন তিনি?
জাতীয় পুরস্কার পেল 'এক দুয়া', উচ্ছ্বসিত রাম কমল মুখোপাধ্যায়
প্রবল উচ্ছ্বসিত 'এক দুয়া' পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। আনন্দ যেন বাঁধ মানছে না। আর হবে নাই বা কেন? ভারতের চলচ্চিত্র দুনিয়ার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার যে এখন তাঁর ঝুলিতে। রাম কমল বলেন, 'আমার জন্য এটা স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত। 'এক দুয়া' এমন একটি ছবি যা নানা কারণে আমার মনের খুব কাছে থাকবে চিরকাল। আমি অভিভূত যে '৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এর মাননীয় জুরি সদস্যরা আমাদের ছবিকে 'স্পেশাল মেনশন' দিয়েছেন। এই সিনেমাটি পরিচালনা করা আমার জন্য একটি অত্যন্ত দারুণ অভিজ্ঞতা ছিল কারণ এটি আমাদের দেশের ভীষণ গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়গুলির মধ্যে একটি, নারী ভ্রূণ হত্যা নিয়ে তৈরি। এবং এমন একটি ছবির জন্য পরিচালক হিসেবে জাতীয় সম্মান পাওয়া আমাকে সত্যিই অনুপ্রাণিত করেছে। এই ধরনের বিষয় যেগুলি আমার মনের খুব কাছের একজন পরিচালক হিসেবে। আমার নিজের ভাবনা ও গল্পেরই একটি প্রসারিত অংশ হচ্ছে আমার সৃজনশীলতা, যা আমি একজন পরিচালক হিসেবে সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই।'
পরিচালক ধন্যবাদ জানাতে ভোলেননি ছবির প্রধান অভিনেত্রী এষা দেওলকেও। তিনি বলেন, 'আমার মুখ্য অভিনেত্রী এষা দেওলকে ছাড়া এই সফর কখনওই সম্পূর্ণ হত না, যিনি আমার এই ছবির প্রযোজনাও করেছেন। এই ছবি আমার মনের কাছের তো বটেই, ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেই মুকুটে আরও একটি পালক যোগ করল।'
আপাতত পরিচালকের 'বিনোদিনী' দেখার অপেক্ষায় দর্শক। মুখ্য চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial