মুম্বই: রমজানের শেষে আজ খুশির ইদ (Eid)। পালিত হচ্ছে দেশ জুড়ে। বিভিন্ন মসজিদে চলছে নিয়ম মেনে প্রার্থনা, নমাজ পড়া। এই বিশেষ দিনে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন সকলে। অনুরাগীদের উদ্দেশে শুভেচ্ছা বয়ে এনেছেন বলিউড তারকারাও (Bollywood stars)। অক্ষয় কুমার (Akshay Kumar), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), রবিনা টন্ডন (Raveena Tandon) থেকে হুমা কুরেশি (Huma S Qureshi), সোহা আলি খান (Soha Ali Khan), করিনা কপূর খান (Kareena Kapoor Khan) সকলেই ভক্তদের শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন।
তারকাদের 'ইদ মুবারক'
বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন গতকালই ট্যুইটারে ইদের শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন। একটি ছবি পোস্ট করেন যেখানে লেখা ছিল, 'ইদ মুবারক'।
অভিনেত্রী রবিনা টন্ডন এদিন একটি রাতের ছবি পোস্ট করেন। চাঁদের আলোয় আলোকিত পরিষ্কার আকাশ। তাতে লেখা ইদ মুবারক। সবুজ আনারকলি চুড়িদারে দেখা গেল তাঁকেও।
অক্ষয় কুমার এদিন ইদের শুভেচ্ছা জানান। লেখেন, 'সকলকে ইদের শুভেচ্ছা। এই দিনটি আমাদের জীবনে আনন্দ বয়ে আনবে।'
হুমা কুরেশি লেখেন, 'চাঁদ মুবারক, ইদ মুবারক।'
অন্যদিকে মেয়ে ইনায়া ও স্বামী কুণাল খেমুর সঙ্গে দেখা গেল সোহা আলি খানকে। অপর ছবিতে বরের সঙ্গে সিমাই রান্না করলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখলেন, 'সকলকে ইদ-উল-ফিতরের শুভেচ্ছা।'
সপরিবারে ছবি দিয়ে ইদের শুভেচ্ছা জানালেন করিনা কপূর খানও। ফ্রেমবন্দি করিনা, সেফ আলি খান, তৈমুর, জাহাঙ্গির, সোহা, কুণাল খেমু, ইনায়া ও সাবা আলি খান। ক্যাপশনে, 'এমন পরিবারের তরফ থেকে ইদের শুভেচ্ছা যারা সবসময়ে নিখুঁত ছবি তোলার চেষ্টা করে কিন্তু কখনও পারে না।' কারণ এই ছবিতেও তৈমুরের মুখ ঢেকে গেছে!
খুশির ইদ
টানা একমাস ধরে উপোসের নিয়ম পালনেক পর আজ পালিত হয় ইদ-উল-ফিতর। আল্লাহর প্রতি প্রার্থনা উৎসর্গ করা হয় এদিন। তাঁর কাছে শক্তি ও সাহস চাওয়া হয়। এক মাস দীর্ঘ এই উপবাস প্রথাকে বলা হয় ধৈর্য্য ও প্রতিশ্রুতির প্রতীক।
আরও পড়ুন: Kangana Ranaut Update: বলিউডে যৌন নিপীড়ন আহামরি কিছু নয়! বলিউড নিয়ে ফের বিস্ফোরক কঙ্গনা