মুম্বই: অপেক্ষার অবসান। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ের নানা রীতি। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আজই দুই তারকার মেহেন্দি। আর সেই উপলক্ষে সকাল থেকেই আরকে হাউজে আগমন শুরু হয়ে গিয়েছে দুই পরিবারের সদস্য থেকে অন্যান্য তারকারা। চরম গোপনীয়তা ও নিরাপত্তার মধ্যে রণবীর-আলিয়া বিয়ের নানা অনুষ্ঠান শুরু হলেও পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হচ্ছেন আগত অতিথিরা।
আরও পড়ুন - Alia Ranbir Wedding: ফের রণবীর-আলিয়ার বিয়ের গোপন তথ্য ফাঁস করলেন রাহুল ভট্ট
বিভিন্ন সূত্রে আগেই জানা গিয়েছিল ১৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যেই সম্পন্ন হবে রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ে। আর বিয়ের অন্যান্য রীতি শুরু হয়ে যাবে ১৩ এপ্রিল থেকেই। সেই অনুযায়ীই হয়ে চলেছে সমস্ত কিছু। পাশাপাশি আলিয়া ভট্টের কাকা রবীন ভট্ট এই বিয়ের সত্যতা স্বীকার করে বিয়ের তারিখও ঘোষণা করেন। সকাল থেকেই আরকে হাউজে হাজির হতে দেখা যাচ্ছে একগুচ্ছ তারকাকে। করিনা কপূর খান, করিশ্মা কপূর, সপরিবারের রণবীর কপূরের বোন ঋদ্ধিমা কপূর সাহানি, পরিচালক অয়ন মুখোপাধ্যায়, কর্ণ জোহর এবং আরও অনেককে আসতে দেখা যায়।
রণবীর-আলিয়ার বিয়েতে মহেশ ও পূজা ভট্ট-
এদিন রণবীর কপূরের বাড়ির বাইরে ক্যামেরাবন্দি হলেন মহেশ ভট্ট (Mahesh Bhatt) ও তাঁর কন্যা পূজা ভট্ট (Pooja Bhatt)। কনেপক্ষ হিসেবে বড় মেয়ে পূজাকে সঙ্গে নিয়ে ছোট মেয়ে আলিয়ার বিয়ের অনুষ্ঠানে আসেন মহেশ ভট্ট। নেট দুনিয়ায় তাঁদের ছবি শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। দুই তারকার মেহেন্দি অনুষ্ঠানে যোগ দিতে আসেন তাঁরা। প্রসঙ্গত, বিভিন্ন বিনোদন সংস্থা প্রকাশিত খবর অনুযায়ী, সোমবার থেকেই কৃষ্ণ রাজ বাংলো সেজে উঠেছে আলোয়। বিয়ের পর এখানেই নতুন সংসার পাতবেন রণবীর ও আলিয়া। সপ্তাহান্তেই সেজে উঠেছে চেম্বুরের আরকে বিল্ডিং। সোমবার, পাপারাজ্জিদের নজর এড়াতে রণবীর কপূরের বাড়ি 'বাস্তু'তে পর্দা লাগিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, 'বাস্তু'-তেই বিয়ে সম্পন্ন হবে।