নয়াদিল্লি : নিউইয়র্কে ঋষি কপূরের ক্যানসারের চিকিত্সা চলছে। এজন্য বেশ কয়েকমাস সেখানেই রয়েছেন ঋষি ও তাঁর স্ত্রী নিতু কপূর। এর আগে প্রবীণ অভিনেতা ট্যুইট করে জানিয়েছিলেন যে, চিকিত্সার জন্য তিনি আমেরিকা যাচ্ছেন। তাঁর স্বাস্থ্য নিয়ে অহেতুক জল্পনা না করার জন্যও শুভানুধ্যায়ীদের অনুরোধ করেছিলেন তিনি।
বেশ কয়েকমাস পর ঋষির ভাই রণধীর জানিয়েছিলেন যে, ঋষি 'প্রায় ক্যানসার-মুক্ত' হয়ে উঠেছেন। অনুরাগীদের ঋষির দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রবীণ অভিনেতার হাসিমুখের ছবি তাঁর অনুরাগীদের মুখে হাসি ফুটিয়েছে।
শাহরুখ খান, আমির খান, প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, অর্জুন কপূর, মালাইকা অরোরো সহ বিভিন্ন বলিউড তারকা বিভিন্ন সময়ে নিউইয়র্কে গিয়ে ঋষি কপূরকে দেখে এসেছেন। ঋষির ছেলে রণবীর কপূর ও আলিয়া ভট্টও বেশ কয়েকবার নিউইয়র্কে গিয়েছেন।
একটি সংবাদমাধ্যমকে সাক্ষাত্কার দিতে গিয়ে নীতু জানিয়েছেন, ঋষির ক্যানসার ধরার পড়ার খবর শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন রণবীর।
নীতু বলেছেন, রণবীর এলে ওকে বলি, তোমাকে কিছু বলার আছে। যা হয়েছে, তা শোনার পর ওর চোখ জলে ভরে উঠেছিল। প্রায় ঘন্টাখানেক ও এ কথা মানতে চাইছিল না। পরে নিজেকে শান্ত করে বলেছিল, ঠিক আছে, এর বিরুদ্ধে লড়তে হবে।
নীতু জানিয়েছেন, এরপর নিজেকে শান্ত ও সংযত করে রণবীর দিল্লিতে যায়। তখন সেখানেই ছিলেন ঋষি। এরপর তাঁরা তিনজন অবিলম্বে চিকিত্সা শুরুর জন্য নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন।
নীতু জানিয়েছেন, প্রথমটা তিনিও খুব ভেঙে পড়েছিলেন। কিন্তু পরক্ষণেই তাঁরা এই রোগের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নেন। ঋষি কপূরও প্রথম কয়েকটা মাস যেন নিজের মধ্যে ছিলেন না। নীতু বলেছেন, আমার মনে হয়, নিজের সমস্যাটা স্বীকার করতে শুরু করা মানেই শক্তিশালী হয়ে ওঠা যায়। আগের তুলনায় ঋষি এখন অনেক বেশি শক্তিশালী।