মুম্বই: কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ নিজের সহঅভিনেতা রণবীর কপূরের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী অনুষ্কা শর্মা। রণবীর প্রসঙ্গে তাঁর মত, তিনি বলিউডে থাকতে এসেছেন। নিজের কেরিয়ারের শুরুর দিকে এত ভিন্ন ধরনের কাজ রণবীর করেছেন, যা নিঃসন্দেহে প্রশংসনীয়, মন্তব্য অনুষ্কার।
‘বম্বে ভেলভেট’-এর পর দ্বিতীয়বারের জন্যে ফের ‘অ্যায় দিল….’-এর সৌজন্যে একসঙ্গে কাজ করলেন রণবীর-অনুষ্কা। শুক্রবার মুক্তির পর এখনও পর্যন্ত প্রায় ১৩.৩০ কোটি টাকা বক্স অফিস থেকে আয় করেছে ‘অ্যায় দিল….’। অনুষ্কার আশা ‘অ্যায় দিল…’-এর সাফল্য রণবীরের নিম্নগামী কেরিয়ারগ্রাফে কিছুটা জোয়ার আনবে। অনুষ্কার মত, রণবীর যথেষ্ট সাবলীল এবং দক্ষ অভিনেতা। নিজের কেরিয়ারের শুরুতেই ‘রকেট সিংহ:সেলসম্যান অফ দ্য ইয়ার’, ‘রাজনীতি’, ‘বরফি’-র মতো ভিন্নধর্মী ছবিতে কাজ করেছেন। কর্ণের সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবি সম্পূর্ণ বিনোদনমূলক। বিভিন্ন সময় নানা ধরনের ছবিতে কাজ করে প্রতিদিন প্রতি মুহূর্তে অভিনেতা হিসেবে নিজের উন্নতিই করছেন রণবীর, দাবি ‘এলিজা’র, কর্ণের ছবিতে অনুষ্কার চরিত্রের নাম। প্রসঙ্গত, রণবীর একজন দারুণ অভিনেতা, পারফর্মার, মনে করেন অনুষ্কা।
সূত্রের দাবি অফ-স্ক্রিনেও এই দুই জুটি দারুণ রসায়ন উপভোগ করেন। এপ্রসঙ্গে অনুষ্কার দাবি, অফস্ক্রিনে যে কোনও অভিনেতাই তাঁর সহঅভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে ভাল বা খারাপ রসায়ন উপভোগ করতে পারেন, কিন্তু তার কোনও প্রভাব অনস্ক্রিনে পরা কখনওই উচিত্ নয়।
অনুষ্কা এই ছবির আগে ‘সুলতান’-এ কাজ করেছিলেন। তাঁর কাছে ‘অ্যায় দিল…’ ছিল খোলা জানলা দিয়ে আসা একটু সতেজ বাতাসের মতো। পরিচালক কর্ণ জোহর প্রসঙ্গে অনুষ্কার মন্তব্য তিনি একজন যথেষ্ট রিল্যাক্সড পরিচালক। অহেতুক চাপ নেওয়া পছ্ন্দ করেন না, কাউকে চাপ দেন না। কাজটাকে উপভোগ করতে বলেন।
দারুণ অভিনেতা রণবীর, বলিউডে থেকে যাবেন, মনে করেন অনুষ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Oct 2016 03:34 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -