মুম্বই: রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোনের পর এবার কি আর এক রণবীর, রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ের সানাই বাজতে চলল? শোনা যাচ্ছে, কপূর ও ভট্ট- কোনও পরিবারেরই এই সম্পর্কে আপত্তি নেই। তাই ঋষি কপূর আমেরিকা থেকে ফিরলেই পাকা হবে তাঁদের বিয়ের দিন।

চিকিৎসার জন্য ঋষি এখন আমেরিকায়। তাঁর স্ত্রী নীতু জানিয়েছে, শিগগিরই দেশে ফিরবেন তিনি। শোনা যাচ্ছে, দেশে ফেরার পর ঋষির প্রথম কাজ হবে, ছেলে ও তাঁর গার্লফ্রেন্ডের বিয়ের তারিখ ঠিক করা।



আলিয়া-রণবীর ডেট করছেন ১ বছর হয়ে গিয়েছে। তাঁদের সম্পর্ক যে বেশ গভীর, তা দুজনকে এক সঙ্গে দেখলেই বোঝা যায়। এবার খবর, দুই পরিবার শিগগিরই এক পুরোহিতের সঙ্গে দেখা করে বিয়ের তারিখ পাকা করবে। ঋষি দেশে ফিরছেন মার্চের শেষে। দুই পরিবার পুরোহিতের সঙ্গে দেখা করবে এপ্রিলের কোনও এটা তারিখ।


অতএব রণবীর-দীপিকা, প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাস ও বিরাট কোহলি-অনুষ্কা শর্মার পর এবার রণবীর-আলিয়ারও বিয়ে। নায়ক-নায়িকা অবশ্য ব্যস্ত তাঁদের আগামী ছবি ব্রহ্মাস্ত্র নিয়ে। এটাই তাঁদের এক সঙ্গে প্রথম ছবি, প্রেমেরও সূচনা এর সেট থেকে।