রাঁচি: মাঠে তাঁকে বিনয়ী ক্রিকেটার হিসাবেই চেনেন সকলে। এবার ফের মহেন্দ্র সিংহ ধোনি দেখিয়ে দিলেন, কেন তাঁর বিনয়ে মুগ্ধ ক্রিকেটবিশ্ব।
রাঁচিতে ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা ধোনির নামে একটি প্যাভিলিয়নের নামকরণ করেছেন। তাঁদের পরিকল্পনা ছিল, ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ান ডে ম্যাচের আগে ধোনিকে দিয়েই সেই প্যাভিলিয়নের উদ্বোধন করানোর। কিন্তু আপত্তি জানালেন স্বয়ং ধোনি। জোড়া বিশ্বকাপজয়ী জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক জানিয়ে দিলেন, নিজের নামাঙ্কিত প্যাভিলিয়নের উন্মোচন করবেন না তিনি।
ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থার সচিব দেবাশিস চক্রবর্তী জানিয়েছেন, বিনয়ী ধোনি নিজের নামের প্যাভিলিয়নের উদ্বোধন করতে চাননি। দেবাশিস বলেন, “গত বছর আমাদের বার্ষিক সাধারণ সভাতেই সিদ্ধান্ত হয়েছিল যে, মিডিয়া এনক্লোজার আর ভিআইপি বক্স সম্বলিত নর্থ ব্লক স্ট্যান্ডের নামকরণ করা হবে ধোনির নামে। আমরা ওকেই অনুরোধ করেছিলাম প্যাভিলিয়নটির উদ্বোধন করা জন্য। কিন্তু বিনয়ী ধোনি বলে, নিজের ঘরে কী আর উদ্বোধন করবে।“ দেবাশিস আরও বলেন, “ও বরাবরের মতোই বিনয়ী রয়ে গিয়েছে।“
প্রসঙ্গত, সুনীল গাওস্করের নামে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে কলকাতার ইডেন গার্ডেন্সে স্ট্যান্ড রয়েছে। দিল্লির ফিরোজ শাহ কোটলায় একটি গেটের নামকরণ করা হয়েছিল বীরেন্দ্র সহবাগের নামে। ধোনির নামে প্যাভিলিয়ন সেই তালিকায় নবতম সংযোজন।
নিজের নামাঙ্কিত প্যাভিলিয়ন উদ্বোধন করলেন না বিনয়ী ধোনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Mar 2019 10:07 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -