মুম্বই:  প্রেমের সম্পর্ক এবার পরিণয়ের পথে। রণবীর কপূর আর আলিয়া ভট্টের বিয়ে। সকাল থেকেই গায়ে হলুদের অনুষ্ঠানের তোড়জোড় ছিল চোখে পড়ার মতো। তারকাজুটির বিয়েকে ঘিরে বলিউড উত্তাল। সরগরম সোশাল মিডিয়া। বিয়ের আয়োজনের ব্যস্ততাও চোখে পড়ার মতো।


রণবীরের বাড়ি ‘বাস্তু’-তে আজই মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে । ইতিমধ্যেই রণবীর-আলিয়ার গায়ে হলুদ হয়ে গিয়েছে বলে খবর। রণবীরের বাড়ি ‘বাস্তু’-তে সকালবেলা পৌঁছে গিয়েছেন রণবীরের মা নীতু কপূর, দিদি ঋদ্ধিমা সাহানি, শাহিন ভট্ট, ও আলিয়ার মা সোনি রাজদান। পৌঁছে গিয়েছেন আলিয়ার বাবা মহেশ ভট্ট। পাঞ্জাবি মতে বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পরতে চলেছেন রণবীর-আলিয়া।


 বুধবার রণবীরের মা নীতু কপূর, দিদি ঋদ্ধিমা কপূর, করিনা কপূর, করিশ্মা কপূর, আলিয়ার দিদি পূজা ভাট, বাবা মহেশ ভাট ছাড়াও অয়ন মুখোপাধ্যায়, আদার জৈন, করণ জোহর সহ রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরাও যোগ দেন প্রি-ওয়েডিং অনুষ্ঠানে। রণবীর-আলিয়ার বিয়ের আগে এদিনই সোশাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে তাঁদের অনস্ক্রিন রোম্যান্সের ভিডিও। হবু দম্পতিকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে বুধবার সকালেই ‘ব্রহ্মাস্ত্র-পার্ট ওয়ান’-এর একটি গানের দৃশ্য পোস্ট করেন নির্মাতারা। 






 


বুধবার থেকেই যখন প্রি-ওয়েডিং অনুষ্ঠান শুরু হয়ে যায়। শোনা যাচ্ছে তাঁদের বিয়েতে সপরিবারে উপস্থিত থাকবেন শাহরুখ-খান। আমির খান, সঞ্জয়লীলা বনশালী, কর্ণ জোহরও উপস্থিত থাকবেন। ফিল্মি দুনিয়ার বাইরে আলিয়ার ঘনিষ্ঠ বান্ধবীরাও হাজির থাকবেন বিয়েতে। শোনা যাচ্ছে, বিয়ের দিন প্রিয়ঙ্কা, অনুষ্কা, দীপিকা, ক্যাটরিনার মতই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে কনের সাজে সাজবেন আলিয়া। অন্যান্য অনুষ্ঠানের জন্য অবশ্য মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরবেন তিনি। এই হাই-প্রোফাইল বিয়ের জন্য রণবীরের মা নীতু কপূর ও বোন ঋদ্ধিমা কপূরের পোশাকের ডিজাইনও করেছেন মনীশ মালহোত্রা।


বিয়ের যাবতীয় আয়োজনের দায়িত্বে থাকছে শাদি স্কোয়াড । এর আগে এরাই ভিকি-ক্যাটরিনা, রণভীর দীপিকা, বিরাট অনিষ্কার বিয়ের সমস্ত আয়োজন করেছে এই সাদি স্কোয়াড। বিয়ের অনুষ্ঠানের নিরাপত্তার জন্য ২০০ জন বাউন্সার নিয়োগ করা হয়েছে বলে খবর।  ছেলের বিয়ের অনুষ্ঠানের আগে নস্টালজিক নীতু কপূর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁর এবং ঋষি কপূরের বাগদানের একটি ছবি। ১৯৭৯ সালের ১৩ এপ্রিল তাঁদের বাগদান হয়েছিল। আর ৪৩ বছর বাদে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণবীর। আলিয়ার সঙ্গে পা রাখতে চলেছেন দাম্পত্য জীবনে।