উদয়পুর: রাজস্থানে (Rajasthan) মর্মান্তিক পথ দুর্ঘটনা (Road accident)। এই দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের। আহত হয়েছেন ১৩ জন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত (Rajasthan Chief Minister Ashok Gehlot)।
দুর্ঘটনায় মৃতদের মধ্যে ৩ শিশু
পুলিশ সূত্রে খবর, উদয়পুরের নই থালা এলাকায় নন্দেশ্বর মহাদেব মন্দিরের কাছে একটি যাত্রীবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তার ফলে পাঁচজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে তিনটি শিশুও আছে।
উদয়পুরের পুলিশ সুপার মনোজ চৌধুরী জানিয়েছেন, ‘এই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন জখম।’
শোকপ্রকাশ রাজস্থানের মুখ্যমন্ত্রীর
রাজস্থানের মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, ‘উদয়পুরে পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। উদয়পুর-ঝাদোল সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। এই কঠিন সময়ে ঈশ্বর তাঁদের লড়াই করার শক্তি দিন। মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করি। যাঁরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।’
রাজস্থানে পরপর পথ দুর্ঘটনা
রাজস্থানে সম্প্রতি একাধিক পথ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবারই আলোয়ার জেলায় একটি বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে এবং ২৩ জন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলোয়ারের কুশলগড় গ্রামের কাছে রাজস্থান রোডওয়েজের একটি বাসের সঙ্গে একটি ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। তিনজনের মৃত্যু হয়। যে ২৩ জন আহত হন, তাঁদের মধ্যে ২০ জনের আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জয়পুরের সোয়াই মান সিংহ হাসপাতালে পাঠানো হয়। একজনকে তাঁর আত্মীয়রা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়েছেন।
এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে আছেন বাসের চালক মোহন কুমার বর্মা। তাঁর সঙ্গে আরও দু’জন প্রাণ হারান।
ট্যুইট করে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা সচিন পাইলট। তিনি লিখেছেন, ‘আলোয়ার জেলার কুশলগড়ে পথ দুর্ঘটনায় অনেকের মৃত্যুর খবর হৃদয়বিদারক। মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মৃত ব্যক্তিদের আত্মার শান্তিকামনা করছি। যাঁরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’