কলকাতা: গত ৩ জুলাই প্রকাশ্যে এসেছে 'রামায়ণ'-এর প্রথম ঝলক। আর তার পর থেকেই এই সিনেমা নিয়ে আলোচনা শুরু হয়েছে দর্শকদের মধ্যে। সবাই অপেক্ষা করছেন, এই সিনেমা কবে বড়পর্দায় মুক্তি পাবে। ছবিতে রাবণের চরিত্রে যশ, ভগবান রামের চরিত্রে রণবীর কাপূর (Ranbir Kapoor) এবং মা সীতার চরিত্রে সাই পল্লবীকে (Sai Pallavi) দেখা যাবে। তাঁদের সামান্য ঝলক দেখেই অনেকে মনে করছেন, বক্সঅফিসে অনেক সিনেমার রেকর্ডই ভেঙে দেবে এই সিনেমা।

ছবিটির প্রথম ঝলকই শুধু আলোচনার বিষয় নয়, বরং এই ছবিতে কাজ করা প্রধান চরিত্রগুলি কত পারিশ্রমিক পাচ্ছে, সেটাও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ছবিতে রণবীর কাপুর এবং সাই পল্লবীর পারিশ্রমিক শুনে আপনিও অবাক হতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক, ছবিতে এই দু'জনের কত পারিশ্রমিক পাওয়ার কথা রয়েছে।

'রামায়ণ'-এর জন্য রণবীর কাপুর কত পারিশ্রমিক পাচ্ছেন?

সিয়াসী ডট কমের খবর অনুযায়ী, দুটি অংশে মুক্তি পেতে চলা এই ছবির প্রতিটি অংশের জন্য রণবীর কাপূরকে ৭৫ কোটি টাকা করে দেওয়া হবে। অর্থাৎ, 'রামায়ণ'-এর দুটি অংশ থেকে রণবীর কাপূরের হাতে মোট ১৫০ কোটি টাকা আসবে। এর আগে প্রকাশিত একটি খবর অনুযায়ী, রণবীর এর আগে প্রতিটি ছবির জন্য প্রায় ৫০ কোটি টাকা নিতেন, অর্থাৎ তাঁর পারিশ্রমিকে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

'রামায়ণ'-এর জন্য সাই পল্লবী কত পারিশ্রমিক পাচ্ছেন?

সাই পল্লবী ছবিতে মা সীতার চরিত্রে অভিনয় করবেন, তাই স্বাভাবিকভাবেই তাঁর চরিত্রটি দুটি ছবিতেই থাকবে। সিয়াসী ডট কমের খবর অনুযায়ী, সাই পল্লবীকে প্রতিটি অংশের জন্য ৬ কোটি টাকা দেওয়া হবে, অর্থাৎ তিনি দুটি ছবির জন্য মোট ১২ কোটি টাকা পারিশ্রমিক পাবেন। উল্লেখ্য, এর আগে সাই তাঁর প্রতিটি ছবির জন্য খবর অনুযায়ী ২.৫ থেকে ৩ কোটি টাকা নিতেন, অর্থাৎ এখন সাই পল্লবী পরিশ্রমিক কয়েক গুণ বৃদ্ধি পাবে।

সবচেয়ে ব্যয়বহুল ছবি হবে 'রামায়ণ'?

মেন্সএক্সপির খবর অনুযায়ী, ছবিটির প্রথম অংশের বাজেট প্রায় ৯০০ কোটি টাকা। তেমনই দ্বিতীয় ছবির বাজেট প্রায় ৭০০ কোটি টাকা। এই দুটো যোগ করলে ১,৬০০ কোটিতে পৌঁছায়, এবং মনে করা হচ্ছে এটি ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে চলেছে। ছবিটির প্রথম অংশ দিওয়ালি ২০২৬-এ মুক্তি পাবে, এবং দ্বিতীয় অংশটি এর এক বছর পর, অর্থাৎ ২০২৭ সালে মুক্তি পাবে।