কলকাতা: রণবীর কপূর ও শ্রদ্ধা কপূর জুটির প্রথম ছবি 'তু ঝুঠি ম্য়ায় মক্কার' (Tu Jhooti Main Makkar) নিয়ে দর্শকের উন্মাদনার পারদ প্রথম থেকেই ছিল উর্দ্ধমুখী। প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম সপ্তাহান্তেই ৭০ কোটি আয় করে ফেলেছিল এই ছবি। ফিল্ম সমালোচক তরণ আদর্শের ইন্সটা পোস্টেই উঠে এসেছিল এই খবর। আর এবার জানা যাচ্ছে আগামী ৩রা মে, ২০২৩ শে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই ছবি।
প্রসঙ্গত, রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূরের (Shraddha Kapoor) জুটির প্রথম ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার'-এর (Tu Jhooti Main Makkar) প্রথম গান মুক্তি পাওয়ার পরই তা জায়গা করে নিয়েছিল দর্শকের হিটলিস্টে। 'তেরে পেয়ার মে'-তে (Tere Pyaar Mein) দর্শকরা দেখেছিলেন দুই তারকার অনস্ক্রিন রসায়ন। গানটির শ্যুটিং হয়েছিল স্পেনে। গানটি গেয়েছিলেন অরিজিত সিংহ ও নিকিতা গাঁধী। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানটি প্রসঙ্গে সুরকার প্রীতম বলেছিলেন, 'রণবীর কপূরের জন্য তৈরি গানে অমিতাভ এবং অরিজিতের সঙ্গে কাজ করা সবসময়ই স্পেশাল। অতীতে যখনই আমরা একসঙ্গে কাজ করেছি, দর্শকের আমাদের গান পছন্দ হয়েছে এবং তাঁরা প্রশংসাও করেছেন।'
আরও পড়ুন...
Kale Health Benefits: সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?
এরপর, এই ছবির ( Tu Jhooti Main Makkar)পেপি ডান্স নম্বর 'পেয়ার হোতা কয়ি বার হ্যায়' মুক্তি পেতেই নেট দুনিয়ায় তার ভিউ নজর কেড়েছিল। গানটি মূলত তৈরি করা হয়েছিল সিঙ্গলদের জন্য। যাঁদের জীবনে এই মুহূর্তে কোনও সঙ্গী নেই তাঁদের জন্য। গানের কথায় কথা প্রেমিক - প্রেমিকাদের মনে করিয়ে দেওয়া হয়েছিল যে, একবার নয়, জীবনে বার বার প্রেম আসে। তাই মন খারাপ না করে ফের প্রেমে পরা দরকার। বসকো সিজারের কোরিওগ্রাফিতে এই গানে জমিয়ে নেচেছেন রণবীর কপূর। আর তাঁর লুক দেখে 'বচনা অ্যায় হাসিনো'র রণবীরকে মনে করছেন নেটিজেনরা। কমেন্টে তাঁরা তেমনটাই প্রকাশ করেছেন। লভ ফিল্মসের পক্ষ থেকে নেট দুনিয়ায় গানটি শেয়ার করা হয়েছিল। সঙ্গে লেখা হয়েছিল, 'এই ভ্যালেন্টাইন্স ডে-তে চোখের জল ফেলো না। পরবর্তী প্রেম খোঁজো।'
আরও পড়ুন...
Fennel Seeds: ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?