নয়াদিল্লি: রণবীর কপূর (Ranbir Kapoor) আপাতত একটি ছবির সাফল্যের আমেজ কাটিয়ে ব্যস্ত পরের ছবির প্রস্তুতি নিয়ে। 'অ্যানিম্যাল' ('Animal') ছবিটি দুর্ধর্ষ ব্যবসা করেছে বক্স অফিসে। তবে এবার সেই খোলস ছেড়ে ধীরে ধীরে রামচন্দ্রের (Ramchandra) মোড়কে ঢুকছেন অভিনেতা। সেই ট্রান্সফর্মেশনের (body transformation) ঝলক শেয়ার করলেন অভিনেতার ট্রেনার। জানালেন তাঁর নিষ্ঠার কথাও।
'অ্যানিম্যাল' থেকে 'রামায়ণ' যাত্রা, রণবীরের ট্রেনারের বিশেষ পোস্ট
রণবীর কপূর আপাতত তাঁর শরীরে গঠন বদলাতে ব্যস্ত। নিজেকে ভেঙেচুরে তৈরি হচ্ছেন 'রামায়ণ' ('Ramayana') ছবির জন্য। তাঁর কসরতের ঝলক কয়েকদিন আগেও পোস্ট করেছিলেন অভিনেতার ফিটনেস ট্রেনার। ফের আবার নতুন আপডেট শেয়ার করলেন তিনি।
তারকা ফিটনেস ট্রেনার শিবোহম এদিন বেশ কিছু ছবি পোস্ট করেন রণবীর কপূরের। অভিনেতা নিজে সোশ্যাল মিডিয়ায় নেই, তাই তাঁর আপডেটের জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। এবার ফের ট্রেনার পোস্ট করতেই তা ভাইরাল। তাঁর পোস্ট থেকেই দেখা গেল 'অ্যানিম্যাল'-এর সময়ে রণবীরের শরীর যা ছিল, তা থেকে কীভাবে এখন তাঁকে 'রামায়ণ' ছবির যোগ্য করে তোলা হয়েছে।
শিবোহম এদিন রণবীর কপূরের কিছু 'বিফোর-আফ্টার' অর্থাৎ আগের ও পরের ছবি শেয়ার করেছেন। অভিনেতার নিষ্ঠার কথা বললেন ক্যাপশনে। এদিন শিবোহম লেখেন, 'প্রায় ৩ বছরেরও বেশি সময় ধরে চলা কঠোর পরিশ্রমের ফল। জীবনে শর্টকাট নিয়ে কোনও কিছুই জয় করা যায় না। স্বচ্ছ্বতা ও সর্বশেষ গন্তব্যের চিন্তা ও সেখানে পৌঁছনোর জন্য সেই সঙ্গে সঠিকভাবে পরিকল্পিত ও সুসংগঠিত প্রোগ্রাম থাকা প্রয়োজনীয়। তা সত্ত্বেও, যদি তোমার ইচ্ছাশক্তি, শৃঙ্খলা, সামঞ্জস্য ও লক্ষ্যে পৌঁছনোর জন্য অন্দরে আগুন না থাকে, কোনও পরিকল্পনা বা গঠনই সাহায্য করবে না। এটা একটা সুন্দর সফর ছিল এবং রণবীর কপূরের তাঁর আগামী ব্লকবাস্টার ছবি রামায়ণের জন্য অনেক শুভ কামনা রইল।'
অত্যন্ত চর্চিত ও বহু প্রতীক্ষিত ছবিগুলির অন্যতম 'রামায়ণ'। ইতিমধ্যেই শুরু হয়েছে শ্যুটিং। রণবীরের বিপরীতে সীতার ভূমিকায় ছবিতে দেখা যাবে সাই পল্লবীকে। লারা দত্তকে কৈকেয়ী ও অরুণ গোভিলকে দশরথের ভূমিকায় দেখা যাবে বলেও খবর। সূত্রের আরো খবর, ছবিতে হনুমানের চরিত্রে সানি দেওল ও বিভীষণের চরিত্রে থাকবেন বিজয় সেতুপতি। রাবণের চরিত্রে রকিং স্টার যশকে দেখার আশায় অনুরাগীরা। তবে কাস্ট নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।