মুম্বই: রণবীর কপূর ও আলিয়া ভট্টের প্রেম কাহিনী এখন আর কারও অজানা নেই। এখন বুলগারিয়ায় ব্রহ্মাস্ত্র ছবির শ্যুট করছেন তাঁরা। সেখান থেকেই আলিয়া সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর একটি ছবি।

ছবিতে দেখা যাচ্ছে, এক বন্ধুর সঙ্গে জানালার দিকে ফিরে শহর দেখছেন আলিয়া। ছবিটি তুলেছেন কে জানেন? রণবীর কপূর স্বয়ং।

[embed]https://www.instagram.com/p/BlqhCVDncE9/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control[/embed]

ছবিতে আলিয়ার সঙ্গে দেখা যাচ্ছে তাঁর বেস্ট ফ্রেন্ড আকাঙ্খা রঞ্জন কপূরকে।

ব্রহ্মাস্ত্র পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়। রণবীর-আলিয়া ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা ও মৌনী রায়।

আগামী বছর ১৫ অগাস্ট মুক্তি পাবে ব্রহ্মাস্ত্র।