মুম্বই: বহু প্রতীক্ষার পর অবশেষে আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে রণবীর কপূর-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জগ্গা-জাসুস’। ছবি মুক্তির আগেই, এর গান ‘গলতি সে মিস্টেক’ এখনই দর্শক নজরে। তবে শুধু সাধারণ দর্শক নয়, রণবীরের ‘গলতি সে মিস্টেকে’র ভক্ত হয়ে গেছেন নীতু সিংহের নাতনিও।
সম্প্রতিই নাতনি নাচের একটি ভিডিও পোস্ট করেন নীতু।