মামা রণবীরের ‘গলতি সে মিস্টেক’-এর তালে পা মেলাতে দেখা গেল ছোট ভাগ্নীকে, দেখুন ভিডিওটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jul 2017 02:16 PM (IST)
ছবিটি নেওয়া হয়েছে ভিডিও গ্র্যাব থেকে
মুম্বই: বহু প্রতীক্ষার পর অবশেষে আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে রণবীর কপূর-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জগ্গা-জাসুস’। ছবি মুক্তির আগেই, এর গান ‘গলতি সে মিস্টেক’ এখনই দর্শক নজরে। তবে শুধু সাধারণ দর্শক নয়, রণবীরের ‘গলতি সে মিস্টেকে’র ভক্ত হয়ে গেছেন নীতু সিংহের নাতনিও। সম্প্রতিই নাতনি নাচের একটি ভিডিও পোস্ট করেন নীতু।