চিনের আমির খান ফ্যান ক্লাব শ্রদ্ধার্ঘ হিসেবে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে যাদের দেখা গিয়েছে তাদেরকে আমির খান ও তাঁর ‘দঙ্গল’- কন্যা ফতিমা সানা শেখ, সান্য মালহোত্রর অনুকরণে কুস্তির প্যাঁচ কষতে দেখা গিয়েছে। এছাড়াও সিনেমার কয়েকটি সেরা দৃশ্যের অনুকরণও করেছেন তাঁরা। এই ভিডিও তৈরি করতে আমির খান ফ্যান ক্লাবের এক সপ্তাহ সময় লেগেছে। দুদিন সময় লেগেছে শ্যুটিংয়ে।
বলিউডের কোনও সিনেমা হিসেবে চিনে ব্যবসার ক্ষেত্রে রেকর্ড গড়েছে ‘দঙ্গল’।
সারা বিশ্বে ‘দঙ্গল’-এর বক্স অফিস কালেকশন ১৮৬৪ কোটি টাকা। সিনেমার মোট আয়ের একটা ভালো অঙ্ক এসেছে চিন থেকে।
চিনের প্রথমসারির ব্যক্তিত্বরা সিনেমার প্রশংসায় পঞ্চমুখ। সেই তালিকায় রয়েছেন প্রেসিডেন্ট জিনপিং-ও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জি জানিয়েছিলেন যে, তিনি ‘দঙ্গল’ দেখেছেন।