নয়াদিল্লি: রবিবার মুক্তি পেয়েছে রণদীপ হুডা (Randeep Hooda) অভিনীত 'স্বতন্ত্র বীর সাভারকর' ছবির টিজার (Swatantrya Veer Savarkar Teaser Out)। এই ছবির সঙ্গেই পরিচালনায় পা রাখলেন অভিনেতা। ছবিতে বীর সাভারকরের (Veer Savarkar) ভূমিকায় দেখা যাবে রণদীপকেই। জানতেন কি, এই ছবির জন্য ২৬ কিলো ওজন ঝরিয়েছেন অভিনেতা?
কীভাবে নিজেকে সাভারকর হিসেবে গড়ে তুললেন রণদীপ?
সাভারকর ছবির জন্য ২৬ কেজি ওজন কমিয়েছিলেন রণদীপ হুডা। ছবিতে একাধিক দৃশ্যে সাভারকরের জেলবন্দি দশা দেখানো হয়েছে, সেই দৃশ্যগুলির জন্যই মূলত ওজন কমান তিনি।
ছবির প্রযোজক আনন্দ পণ্ডিত এক বিনোদন সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানান রণদীপ এই ছবির জন্য কতটা খেটেছেন। সেই সাক্ষাৎকারেই প্রযোজক জানান যে শ্যুটিং চলাকালীন অভিনেতা নাকি দিনে একটি খেজুর ও এক গ্লাস দুধ খেয়ে থাকতেন।
আনন্দ পণ্ডিতের কথায়, 'রণদীপ পুরো চরিত্রে ঢুকে গিয়েছিল, এবং এখনও আছে। এই চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে উনি বলেইছিলেন যে কোনও খামতি রাখবেন না। প্রায় চার মাস ধরে, শ্যুটিং না শেষ হওয়া পর্যন্ত, রণদীপ শুধু দিনে একটা করে খেজুর আর এক গ্লাস দুধ খেয়ে থাকতেন। বীর সাভারকরের মাথায় ঠিক যে যে স্থানে চুল ছিল না, রণদীপ ঠিক সেই সেই স্থানগুলোয় চুল কামিয়ে ফেলেন।'
প্রসঙ্গত, যখন এই ছবির কথা ঘোষণা করা হয়, তখন কথা ছিল ছবির পরিচালনা করবেন মহেশ মঞ্জরেকর। কিন্তু তারিখের সমস্যার কারণে তাঁকে সরে আসতে হয়। সেই সময়ে পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রণদীপ হুডা। ছবির চিত্রনাট্য ও সংলাপও উৎকর্ষ নৈথানির সঙ্গে সহ-রচনা করেছেন তিনি।
আনন্দ পণ্ডিত মোশন পিকচার্স ও রণদীপ হুডা ফিল্মস প্রযোজিত এই ছবি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা।
ছবির টিজার লঞ্চের সময় রণদীপ হুডা বলেন, 'সাভারকর দুর্দান্ত এক জীবন কাটিয়েছেন এবং এই ছবির জন্য গবেষণা করতে গিয়ে যত ওঁর সম্পর্কে পড়েছি, তত ওঁর প্রতি শ্রদ্ধা বেড়েছে। ফলে ওঁর ১৪০তম জন্মবার্ষিকীতে আমাদের ছবির ঝলক প্রকাশ্যে আনতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।' এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অঙ্কিতা লোখাণ্ডে ও অমিত সায়ালকে।
আরও পড়ুন: Weight Loss Program : ওজন কমাতে কীভাবে সাহায্য করে থালার মাপ ! অবাক করবে পুষ্টিবিদের এই ভিডিও
উল্লেখ্য, এই ছবিই প্রথম নয় যার জন্য এত বড় শারীরিক বদল ঘটিয়েছেন রণদীপ। এর আগে ২০১৬ সালে 'সরবজিৎ' ছবির জন্যও ২৮ দিনে ১০ কেজি ওজন কমিয়েছিলেন তিনি।