১৫ দিন বয়সি বাছুর বিক্রি আছে, কিনবেন? ফেসবুকে বিজ্ঞাপন দিলেন রণদীপ হুডা
ABP Ananda, web desk | 22 Jul 2016 05:29 AM (IST)
মুম্বই: গরু, বাছুর বিক্রি করছেন রণবীর হুডা। ওএলএক্সে নয়, ফেসবুকে। নিজের সঙ্গে ছোট্ট এক বাছুরের ছবি ফেসবুকে পোস্ট করেছেন এই অভিনেতা। পোস্ট করেছেন পোষা গরুদের সঙ্গে তাঁর ছবিও। তাতে তিনি লিখেছেন, বলিউডের অনেক অভিনেতা- অভিনেত্রী একাধিক কুকুর পোষেন। সে সব নিয়ে ছবিও নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁরা। কিন্তু গবাদি পশুর তাঁদের তেমন সম্পর্ক নেই। নওয়াজউদ্দিন সিদ্দিকি অবশ্য উত্তরপ্রদেশের বুধনায় তাঁর গ্রামে নিজের হাতে চাষআবাদ করেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। গত বছর, অক্টোবরে বুধনায় নতুন সেচ প্রকল্প প্রমোট করেন নওয়াজ। পরে জানান, ২০ বছর ধরে তিনি নিজের হাতে চাষবাস করছেন। চাষবাস তাঁর পূর্বপুরুষের পেশা, তা তাঁকে দারুণ আনন্দ দেয়। রণদীপের অবশ্য মানুষের সঙ্গে জীবজন্তুদের সম্পর্ক বেশি। তিনি আগেও জানিয়েছেন, একমাত্র রেসকোর্সই তাঁর পছন্দের জায়গা। তবে গরুর সঙ্গে তাঁর ভালবাসার কথা এই প্রথম জানালেন তিনি।