মেয়ে করিশমার দ্বিতীয় বিয়ে, কী বললেন বাবা রণধীর?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Nov 2017 11:29 AM (IST)
মুম্বই: ব্যবসায়ী সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে করিশমা কপূরের সম্পর্কের কথা বলিউডের সকলের জানা। ১৪ বছরের দাম্পত্যে ইতি টেনে সন্দীপ এবার করিশমাকে বিয়ে করবেন বলে খবর। করিশমারও গত বছর ডিভোর্স হয়ে গিয়েছে সঞ্জয় কপূরের সঙ্গে। করিশমার বাবা রণধীর কপূরের এই বিয়েতে কোনও সমস্যা নেই। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে এখনও তাঁর কিছু জানা নেই তবে বড় মেয়ের সিদ্ধান্ত সমর্থন করবেন তিনি। তাঁর কথায়, যদি করিশমা বিয়ে করতে চায়, তবে ওর প্রতি আমার আশীর্বাদ রয়েছে। ওর বয়স অল্প, নিশ্চয় সন্দীপের সঙ্গে সম্পর্ক রয়েছে, আমি অবশ্য এ ব্যাপারে জানি না কিছু। তবে ওদের ছবি দেখেছি। যদিও ও নিজের জীবন নতুন করে শুরু করতে চায় আর ছেলেমেয়ের আপত্তি না থাকে, তবে আমিও সমর্থন করব। আজকের দিনে এ তো খারাপ কিছু নয়। বলেছেন রণধীর। করিশমার বিয়ে হয় ২০০৩-এ, সঞ্জয় কপূরের সঙ্গে। তাঁদের দুই সন্তান- সামাইরা ও কিয়ান। গত বছর ডিভোর্সের পর সঞ্জয় বিয়ে করেছেন প্রিয়া সচদেবকে। সন্তানদের কাস্টডি পেয়েছেন করিশমা।