ছবির ট্রেলারের প্রশংসা করলেও কেন কঙ্গনার কথা বলা হচ্ছে না, এই নিয়ে আগেও বরুণ ধবন ও তাপসী পান্নুর বিরুদ্ধে তোপ দেগেছেন রঙ্গোলি। এবার তাপসীকে সমর্থন করায় রঙ্গোলির নিশানায় পড়লেন বাঙালি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।
অতীতেও একাধিক বলি অভিনেতাদের বিরুদ্ধে সমালোচনা করে খবরে এসেছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হল না। ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবির অভিনেত্রী কঙ্গনার প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়েই বিক্রম ট্যুইট করেন, “কঙ্গনার মতো মানের অভিনেত্রীকে শ্রদ্ধা জানাই কিন্তু এবার ওই মহিলার মুখ বন্ধ রাখা উচিত। তাপসী তুমি অনবদ্য অভিনেত্রী, তোমার পারফর্ম্যান্স আমাদের সকলের ভাল লাগে।” জবাবে বিক্রমকেও বিঁধতে ছাড়েননি রঙ্গোলি। ট্যুইটারে রঙ্গোলি বিক্রমকে উদ্দেশ্য করে লিখেছেন, “আমি চুপ করব কেন? আমি কি তোমার ওয়ালে গিয়ে কিছু লিখেছি? তুমি আমার মতামতের ওপর মত দিয়েছে। গণতন্ত্র আছে, আমাকে একদম চুপ করতে বলবে না।”