কলেজ জীবনে রঙ্গোলি অ্যাসিড হানার শিকার হন। তারপর থেকেই তার মুখের একাংশ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় তাঁর একটি কানও। সেই ছবিটি ট্যুইটারে শেয়ার করেন তিনি।
প্রথমে কঙ্গনা ও তাঁর মা-র সঙ্গে একটি ছবি আপলোড করেন তিনি। ছবিটি অনুরাগীদের ভূয়সী প্রশংসা পায়। তারপরই নিজের অ্যাডিড হানার পরের ছবি দেন রঙ্গোলি। তিনি লেখেন, ‘অনেক অনুরাগীই আমাকে লিখেছেন, তাঁরা আমাদের কলেজের সময়ের ছবি দেখতে চান। আমরা বিজ্ঞানের ছাত্রী ছিলাম। তেমন সময় পেতাম না। তবুও একটা ছবি খুঁজে পেলাম।’
এরপরই নিজেদের একটি ছবি প্রকাশ করেন রঙ্গোলি। তিনি লেখেন, কীভাবে এই ছবি তোলার পরই অ্যাসিড আক্রান্ত হন তিনি। কীভাবে ঘটে এই হামলা!
রঙ্গোলি লিখেছেন, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক ব্যক্তি তাঁর উপর অ্যাসিড হামলা করে। ৫২ টি অস্ত্রোপচার হয় তাঁর। ঠিক সেই সময়ই কঙ্গনার উপরও নাকি শারীরিক অত্যাচার করে কেউ। তাঁরও নাকি মৃতপ্রায় অবস্থা হয়েছিল।
রঙ্গোলি চান্দেল ধন্যবাদ জানিয়েছেন তাঁর স্বামী ও বোনকে। লিখেছেন, তাঁদের মানসিক সাহচর্যই এই পরিস্থিতি থেকে তাঁকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। তিনি লিখেছেন, একসময় এমন পরিস্থিতি দাঁড়িয়েছিল যে তিনি জীবনের প্রতিই ভালবাসা হারিয়ে ফেলেছিলেন। বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছিল। তিনি বিশ্ববিদ্যালয়ে শীর্ষ স্থানাধিকারী ছিলেন। কিন্তু তাঁকে বেশিরভাগ সময় হাসপাতালে কাটাতে হয়েছিল। অ্যাসিড হামলাকারীদের মৃত্যুদণ্ড নয় কেন, ট্যুইটে প্রশ্ন তুলেছেন তিনি।