নয়াদিল্লি: জল ঢুকেছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডের পটনার বাড়িতে। সোমবার বন্যার জল বাড়িতে ঢোকার পর জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) বাহিনী পাঠিয়ে উদ্ধার করতে হয় আটকে পড়া খোদ রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি ও তাঁর পরিবারের সদস্যদের। এপর্যন্ত মৃত্যু হয়েছে কম পক্ষে ৪০ জনের। এই প্রেক্ষাপটে বিহারের বন্যা ভয়াবহ হয়ে ওঠার প্রায় ১০০ ঘন্টা বাদে পটনার বেশ কয়েকটি এলাকার সরজমিনে পরিস্থিতি দেখতে গিয়ে আজ বাসিন্দাদের তীব্র অসন্তোষ, ক্ষোভের মুখে পড়তে হল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। তবে অতিবর্ষণ, বন্যাপরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে নীতীশের সাফাই, দেশের একাধিক জায়গায়, বিশ্বের অন্যত্রও বন্যা হয়।
এমনকী আমেরিকায় মিসিসিপির আশপাশে সম্প্রতি হড়পা বানের প্রসঙ্গও তোলেন তিনি। বলেন, পটনার কয়েকটা জায়গায় জল জমাই কি একমাত্র সমস্যা? আমেরিকায় কী হল? পটনায় বন্যাকবলিত এলাকাগুলির বিপদে পড়া লোকজনের সাহায্যে সরকার তার যা যা করণীয়, সবই করছে বলেও দাবি করেন নীতীশ। বলেন, আমরা যা যা সম্ভব, সবই করছি। কেউই চুপ করে বসে নেই। এটা প্রাকৃতিক বিপর্যয় যা জলবায়ু বদলে মারাত্মক চেহারা নিয়েছে।
প্রবল বর্ষণের পাশাপাশি স্যাম্প হাউস থেকে জল ছাড়ার ফলে গঙ্গা ও তার শাখা পুনপুনের জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার জন্য বিরোধী ও শরিক দলগুলি একযোগে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে।