নয়াদিল্লি: কঙ্গনা রানাউতের বোন রঙ্গোলি চান্দেল একের পর এক অতীত স্মৃতি রোমন্থন করে চলেছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। কিছুদিন আগে তাঁর উপর অ্যাসিড হানার ভয়াবহ ইতিহাস নেটিজেনদের সামনে হাজির করেছিলেন রঙ্গোলি। এবার তাঁর কলমে উঠে এল কঙ্গনার ছোটবেলার এক বদঅভ্যাসের গপ্পো, যা শুনলে কুইন-ভক্তরা চমকে যাবেন!
ছোটবেলায় নাকি সবসময় আঙুল চুষতেন কঙ্গনা। এই অভ্যেস বহুদিন পর্যন্ত ছাড়তে পারেননি বলিউডের এই ডাকসাইটে অভিনেত্রী। আঙুল চোষার অভ্যাস এমন একটা পর্যায় গিয়ে পৌঁছেছিল যে, তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলের বাড় তুলনামূলক ভাবে কম হচ্ছিল। ডাক্তারের পরামর্শ নিতে হয়েছিল কঙ্গনার বাবাকে।
কঙ্গনার এই অভ্যেসের কখা সোশ্যাল নেটওয়ার্কিং-এ শেয়ার করে তিনি একটি ছবিও শেয়ার করেন। তাঁদের এক কাকার বিয়ের ছবিতে কঙ্গনাকে দেখা যাচ্ছে, মুখে আঙুল দিয়ে।
নিম পাতার রস, লঙ্কাগুঁড়ো কোনও দাওয়াই-ই কাজ করেনি। অবশেষে কঙ্গনার বাবা সকলকে বলেন, যে তাঁকে মুখ হাত দিতে দেখবে, সেই যেন তাঁকে মারে। এতে হল হিতে বিপরীত।
কঙ্গনা যখনই একটু আয়েস করে আঙুল চুষতেন, তখনও বন্ধুরা গিয়ে চড়াও হত তাঁর উপর। অবশেষে একদিন কাঁদতে কাঁদতে বাবার কাছেই পাল্টা নালিশ ঠোকেন তিনি। তখন হেসে উঠে বাবা সকলকে বলে দেন, আর কেউ যেন কঙ্গনাকে আঘাত না করে।
অবশেষে বছর ১৩ বয়সে নিজে থেকেই ওই অভ্যেস ছেড়ে দেন তিনি। ট্যুইটারে রঙ্গোলির কলমে পড়ুন সেই সব গল্প!