বিশাখাপত্তনম: স্মৃতিচারণায় ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহ। উঠে এল প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের কথা। বিশাখাপত্তনমে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে সম্প্রচারিত একটি প্যাকেজেই প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিনের প্রসঙ্গ উত্থাপন করতে দেখা যায় হরভজনকে।


ঘটনাটা ঠিক কী? বছর বিশ আগের কথা।  ভারতীয় দলে অভিষেক করতে চলেছেন হরভজন সিংহ। ইংরেজি বলতে পারেন না বলে সঙ্কোচবোধ করেছিলেন ভাজ্জি। ড্রেসিংরুমে সবাই ইংরেজিতে কথা বলছে দেখে কথা বলতে খানিক ভয়ই হয়েছিল তাঁর। সেখানে এসে তাঁকে অভয় দিয়েছিলেন আজহারউদ্দিন। হরভজনকে অধিনায়ক বলেছিলেন, মাতৃভাষায় কথা বলতে।  সেই স্মৃতিরই টুকরো ছবি দেখা গেল দক্ষিণ আফ্রিকা বনাম ভারত টেস্টের মাঝে।


হরভজন বলেন, “আমার টেস্ট অভিষেকের আগে ড্রেসিংরুমে সবাই ইংরেজিতে কথা বলছিল। ভাষাগত প্রতিবন্ধকতার কারণে আমি বেশিরভাগ আলোচনাই বুঝতে পারিনি। তারপর আমাকে কিছু বলতে বলা হয়। আমি বলেছিলাম, ইংরেজি জানি না। তখন আজহারউদ্দিন আমাকে জিজ্ঞেস করেছিল আমি কোন ভাষায় স্বাচ্ছন্দবোধ করব। আমি বলেছিলাম পঞ্জাবি। এরপর আমাকে পঞ্জাবিতে কথা বলতেই বলে তৎকালীন অধিনায়ক। ”


উল্লেখ্য, অভিষেক টেস্টে হরভজন ২টি উইকেট পেলেও ম্যাচ হেরেছিল ভারত। তবে চেন্নাই ও কলকাতা টেস্ট জেতার কারণে সিরিজ ২-১ ব্যবধানে ঘরে তুলেছিল ভারতীয় ক্রিকেট দল।