মুম্বই: পিঠের প্রবল যন্ত্রণায় কাবু রানি মুখোপাধ্যায়। আগামী সিনেমা হিচকির প্রচারে কর্ণ জোহর এবং রোহিত শেঠীর টেলিভিশন শো ইন্ডিয়াজ নেক্সট সুপারস্টার-এর সেটে পৌঁছেও শ্যুটিং করতে পারলেন না রানি।
সেটের এক সূত্রের খবর, গত তিন দিন ধরেই কোমরের যন্ত্রণায় ভুগছেন রানি। কর্তব্যের খাতিরে এই যন্ত্রণা নিয়েই ইন্ডিয়াজ নেক্সট সুপারস্টার-এর সেটে এসেছিলেন তিনি। বেস্ট ফ্রেন্ড কর্ণ জোহর ও রোহিত শেঠীর সঙ্গে শ্যুটিংয়ের জন্য তৈরিও হচ্ছিলেন তিনি। কিন্তু সেই সময় ফের তাঁর সেই যন্ত্রণা চাগাড় দেয়। নড়াচড়াও করতে পারছিলেন না রানি। কাজেই ডাক্তার দেখাতে বাড়ি ফিরে যেতে হল তাঁকে।
পিঠের প্রবল যন্ত্রণায় কাবু রানি মুখোপাধ্যায়,সেটে এসেও পারলেন না শ্যুটিং করতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jan 2018 08:58 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -