'তা রা রম পম' ছবির শ্যুটিং করতে গিয়ে 'মাতৃত্বের স্বাদ' পেয়েছিলেন রানি মুখোপাধ্যায়!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2020 02:54 PM (IST)
'তা রা রম পম' ছবির শ্যুটিং করতে গিয়ে 'মাতৃত্বের স্বাদ' পেয়েছিলেন রানি মুখোপাধ্যায়! ছবির মুক্তির ১৩ বছরের পূর্তিতে শ্যুটিং-এর দিনগুলো মনে করলেন 'তা রা রম পম'-এর 'রাধিকা শেখর'।
NEXT
PREV
মুম্বই: 'তা রা রম পম' ছবির শ্যুটিং করতে গিয়ে 'মাতৃত্বের স্বাদ' পেয়েছিলেন রানি মুখোপাধ্যায়! ছবির মুক্তির ১৩ বছরের পূর্তিতে শ্যুটিং-এর দিনগুলো মনে করলেন 'তা রা রম পম'-এর 'রাধিকা শেখর'।
এক কার রেসার ও তাঁর পরিবারের জীবনের ওঠাপড়াকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল 'তা রা রম পম' ছবির গল্প। ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হয়েছিল নিউ ইয়র্কে। তাই কাজের জন্য প্রায় ৩ মাস টানা সেখানেই থাকতে হয়েছিল গোটা 'তা রা রম পম' টিমকে। ছবির মূখ্য চরিত্রে অর্থাৎ কার রেসারের ভূমিকায় অভিনয় করেছিলেন সেফ আলি খান। তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায়। তাঁদের ছেলে ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শিশু শিল্পী আলি ও অ্যাঞ্জেলিনা। আর তাঁদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েই নাকি মায়ের মতোই অনুভূতি পেয়েছিলেন রানি।
বর্তমানে বিয়ে করে সংসারী 'তা রা রম পম'-এর 'রাধিকা। ছোট্ট একটি মেয়েও আছে তাঁর- আদিরা। কিন্তু 'তা রা রম পম' এর সময় অবিবাহিত ছিলেন এই বাঙালি অভিনেত্রী। রানি বলেন, যখন 'তা রা রম পম' মুক্তি পায় বহু মানুষ ও ছোটরা ছবিটিকে ভালোবেসেছিল। এখনও আমায় অনেকে বলেন ছবিটির কথা। এক দশকেরও বেশি পুরনো কাজের কথা মনে করে নস্টালজিক নায়িকা।
ছবিতে রানির বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন ভিক্টর ব্যানার্জী। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নেন রানি। সেফের সঙ্গে 'হাম-তুম', 'থোড়া পেয়ার থোড়া ম্যাজিক' ছবিতে কাজ করার অভিজ্ঞতা ছিল রানির। সম্পূর্ণ পারিবারিক একটি গল্পকে নিয়ে তৈরি 'তা রা রম পম' আজও মন জয় করে দর্শকের।
মুম্বই: 'তা রা রম পম' ছবির শ্যুটিং করতে গিয়ে 'মাতৃত্বের স্বাদ' পেয়েছিলেন রানি মুখোপাধ্যায়! ছবির মুক্তির ১৩ বছরের পূর্তিতে শ্যুটিং-এর দিনগুলো মনে করলেন 'তা রা রম পম'-এর 'রাধিকা শেখর'।
এক কার রেসার ও তাঁর পরিবারের জীবনের ওঠাপড়াকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল 'তা রা রম পম' ছবির গল্প। ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হয়েছিল নিউ ইয়র্কে। তাই কাজের জন্য প্রায় ৩ মাস টানা সেখানেই থাকতে হয়েছিল গোটা 'তা রা রম পম' টিমকে। ছবির মূখ্য চরিত্রে অর্থাৎ কার রেসারের ভূমিকায় অভিনয় করেছিলেন সেফ আলি খান। তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায়। তাঁদের ছেলে ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শিশু শিল্পী আলি ও অ্যাঞ্জেলিনা। আর তাঁদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েই নাকি মায়ের মতোই অনুভূতি পেয়েছিলেন রানি।
বর্তমানে বিয়ে করে সংসারী 'তা রা রম পম'-এর 'রাধিকা। ছোট্ট একটি মেয়েও আছে তাঁর- আদিরা। কিন্তু 'তা রা রম পম' এর সময় অবিবাহিত ছিলেন এই বাঙালি অভিনেত্রী। রানি বলেন, যখন 'তা রা রম পম' মুক্তি পায় বহু মানুষ ও ছোটরা ছবিটিকে ভালোবেসেছিল। এখনও আমায় অনেকে বলেন ছবিটির কথা। এক দশকেরও বেশি পুরনো কাজের কথা মনে করে নস্টালজিক নায়িকা।
ছবিতে রানির বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন ভিক্টর ব্যানার্জী। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নেন রানি। সেফের সঙ্গে 'হাম-তুম', 'থোড়া পেয়ার থোড়া ম্যাজিক' ছবিতে কাজ করার অভিজ্ঞতা ছিল রানির। সম্পূর্ণ পারিবারিক একটি গল্পকে নিয়ে তৈরি 'তা রা রম পম' আজও মন জয় করে দর্শকের।
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -