ট্যুইট করে রাজা এই ঘটনায় তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, এটা প্রতিভার অপচয় এবং যারা দুর্নীতিতে যুক্ত তাদের জন্য জেলই হল উপযুক্ত জায়গা। ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের দায়ে পাকিস্তানে এর আগেও বেশ কয়েকজন খেলোয়াড় নির্বাসিত হয়েছেন। সেই ‘বোকাদের তালিকা’য় যোগ দেওয়ার জন্য রাজা উমরকে তীব্র কটাক্ষ করেছেন।
সম্প্রতি পাকিস্তান সুপার লিগ ২০২০-র আগে সাময়িকভাবে নির্বাসিত করা হয়েছিল উমরকে। তাঁর কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের খেলার কথা ছিল। পিসিবি-র দুর্নীতি দমন শাখা তাঁকে শো-কজ নোটিশ পাঠায়। কিন্তু উমর পিসিবি-কে চ্যালেঞ্জ না করার সিদ্ধান্ত নেন। ফিক্সিংয়ের প্রস্তার না জানানোর কথা স্বীকার করে নেন তিনি। এরফলে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি তাঁকে সাময়িকভাবে সাসপেন্ট করা হয়। এরপর গতকাল তাঁকে তিন বছরের জন্য নির্বাসিত করা হয়।
উল্লেখ্য, কেরিয়ারে উমর বারেবারেই বিতর্ক জড়িয়ে পড়েছেন। ২০২০-তে অনুশীলনের সময় ট্রেনারের মর্যাদাহানি করার জন্য পিসিবি তাঁকে জরিমানা করেছিল।