কলকাতা: ধারাবাহিকে শ্যুটিং শেষ হয়ে গিয়েছিল ৬ মাস আগে। তবু তিনি জানতেন, ধারাবাহিকের শ্যুটিং সেট আছে, মানুষগুলো আছে। মনখারাপ হলেই চলে আসতে পারতেন রানি রাসমণি পরিবারের সঙ্গে দেখা করতে। কিন্তু শেষদিনের শ্যুটিংয়ে এসেও মন ভারি হয়ে গেল তাঁর। শেষবারের মত পরলেন সেই সাদা শাড়ি, গায়ে নিলেন শাল। ধারাবাহিক 'করুণাময়ী রানি রাসমণি'-র (Korunamoyee Rani Rashmoni) শ্যুটিংয়ের শেষ দিনে মনখারাপ দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy)। 


জীবনের প্রথম বড় পরীক্ষা, স্কুলের গন্ডি পেরনো, প্রাপ্তবয়স্ক হওয়া, কলেজে পা রাখা, সবকিছুরই সাক্ষী এই ধারাবাহিক। শ্যুটিং সেটে বই নিয়ে যেতেন 'রানি রাসমনি' ধারাবাহিকের 'রানিমা'। ৪ বছর ধরে সমানতালে চালিয়ে গিয়েছেন পড়াশোনা ও অভিনয়। শেষদিনের শ্যুটিংয়ে এসে দিতিপ্রিয়া বলছেন, 'আজ থেকে ৬ মাস আগে ধারাবাহিকে আমার অংশ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এই ধারাবাহিকের সঙ্গে আমি চার বছরেরও বেশি সময় ধরে যুক্ত। এই মানুষগুলো আমার পরিবারের মত হয়ে গিয়েছে। ইন্দ্রপুরী স্টুডিওটা নিজের বাড়ির মত মনে হয়। মনখারাপ হলেই আমি এখানে চলে আসতাম সবার সঙ্গে দেখা করতে। মনে হত, মানুষগুলো আছে, সেটটা আছে। আজকের পর সেটা আর থাকবে না। সবাই অন্যান্য জায়গায় ব্যস্ত হয়ে পড়বেন। সব মিলিয়ে মনখারাপ তো বটেই।'


আরও পড়ুন:Vinay Lal Blog : আমাদের একান্ত নিজস্ব ‘নাইটিঙ্গেল’ লতা ‘দিদি’ ও তাঁর দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা


মোমবাতি নিভিয়ে চকোলেট কেকে ছুড়ি চালালেন টিম রানি রাসমনি। কিন্তু তারমধ্যেও মিশে রইল ফুরিয়ে যাওয়ার বিষাদ। মনখারাপ সন্দীপ্তা সেনেরও (Sandipta Sen)। মা সারদার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। সন্দীপ্তা বলছেন, 'এই ধারাবাহিকের সঙ্গে আমি গত ৮ মাস থেকে যুক্ত। প্রত্যেকটা চরিত্র দর্শকদের মনের এত কাছের হয়ে উঠবে আমরা কেউ ভাবিনি। প্রত্যেকেই দর্শকদের ভালোবাসা পেয়েছেন। সারদাদেবীর চরিত্রে কাজ করতে পাওয়া আমার কাছে ভীষণ ভালোলাগার। আর এই কাজটা করতে গিয়ে দর্শকদের থেকে যতটা ভালোবাসা পেয়েছি তা কখনও ভুলব না।'