কলকাতা: ফের একবার পর্দায় রঞ্জিত মল্লিক ম্যাজিক (Ranjit Mallick)। ফের সেই চেনা নামের নস্ট্যালজিয়া। শুভঙ্কর সান্যাল। এই নামেই সুপারহিট 'শত্রু' (Sotru)-ছবিতে পরিচিত হয়েছিলেন রঞ্জিত মল্লিক। ৪০ বছর পরে সেই নামেই পর্দায় ফিরছেন 'বেল্টম্যান'। ছবির নাম 'অপরাজেয়'
শ্যাম দাগার কাহিনি ও প্রযোজনায় মোজোটেল এন্টারটেনমেন্ট ও দিব্যা ফিল্মসের ছবিটি মুক্তি পাবে পুজোর আগেই। নেহাল দত্তর পরিচালনায় পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক। সেই পুরনো মেজাজেই নাকি দেখা যাবে তাঁকে। রঞ্জিত মল্লিক ছাড়াও এই ছবিতে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee), লাবণী সরকার (Laboni Sarkar), সুমিত গঙ্গোপাধ্য়ায় (Sumit Ganguly), মৃণাল মুখোপাধ্যায় (Mrinal Mukherjee), ফাল্গুনী চট্টোপাধ্যায় (Falguni Chatterjee) , সায়ন বন্দ্যোপাধ্যায় (Sayan Banerjee), ওরিন (Orin) , গোপাল তালুকদার (Gopal Talukdar) প্রমুখ।
আরও পড়ুন: Byomkesh: থিয়েটারের মঞ্চে একটা খুন, আবিরের সন্দেহের তালিকায় পাওলি, অর্ণ আর কে?
তবে এবার শুভঙ্কর সান্যাল পুলিশ অফিসার নন, তিনি একজন সৎ ও নিষ্ঠাবান আইনজীবী। জীবনের শেষ লগ্নে এসে একটি কেসে মানসিকভাবে ভীষণ ধাক্কা খান শুভঙ্কর। টাকার জন্য এক মক্কেল একটি কেস তুলে নেন। মানসিকভাবে ধাক্কা খান শুভঙ্কর। তাঁর স্ত্রী মারা যাওয়ায় আরও কিছুটা ভেঙে পড়েন তিনি। কিন্তু পাশের বাড়ির এক বৃদ্ধের অনৈতিকভাবে বাড়ি বিক্রি হয়ে যাওয়া নিয়ে গর্জে ওঠেন তিনি। শুরু হয় তাঁর জীবনের এক নতুন অধ্যায়।
আগামীকাল অর্থাৎ ২৯ তারিখ মুক্তি পাবে এই ছবির পোস্টার ও ট্রেলার। এই ছবিতে গান গাইতে শোনা যাবে রূপঙ্কর বাগচি (Rupankar Bagchi), অন্বেষাদের (Anwesha)।
দ্বিতীয় ঢেউয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন রঞ্জিত মল্লিক। কেবল তিনি নন, আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick), তাঁর স্বামী নিসপাল সিংহ রানে (Nispal Singh Rane) ও অন্যান্যরাও। আপাতত সুস্থভাবেই জীবনযাপন করছেন তাঁরা।
অন্যদিকে আরও একটি ছবিতে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক। তাঁর বিপরীতে সেই ছবিতে রয়েছেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) ও অন্যান্যরা।