মুম্বই: ইন্টারনেট সেনসেসন রানু মন্ডল সম্পর্কে কিংবদন্তী সঙ্গীতশিল্পী রানু লতা মঙ্গেশকরের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের একাংশ ভালোভাবে নেননি। এ ব্যাপারে রানু মন্ডল বলেছেন, লতা মঙ্গেশকর তাঁর সিনিয়র।
রানু মন্ডল বলেছেন, বয়সের হিসেবে লতা মঙ্গেশকরের থেকে আমি ছোট ছিলাম, আছি এবং থাকব। ছোট থেকেই তাঁর কন্ঠস্বর আমার পছন্দের।
বলিউডের গায়ক তথা সঙ্গীতকার হিমেশ রেশমিয়ার হয়ে ইতিমধ্যেই তিনটি গান রেকর্ড করেছেন রানু মন্ডল।
রানাঘাট রেল স্টেশনে লতা মঙ্গেশকরের জনপ্রিয় গান ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গেয়েছিলেন রানু মন্ডল। সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপই রাতারাতি সোশ্যাল মিডিয়ায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন রানু মন্ডল।
রানু মন্ডলকে নিয়ে জিজ্ঞাসা করে হলে লতা মঙ্গেশকর তাঁর খুশির কথা জানিয়েছিলেন। একইসঙ্গে বলেছিলেন, প্রত্যেকেরই নিজস্বতা থাকা উচিত। লতা মঙ্গেশকর বলেছিলেন, আমার নাম ও কাজে কারুর যদি ভালো হয়, তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। কিন্তু আমি মনে করি যে, সাফল্যের অনুকরণের ওপর নির্ভরতা ভরসাযোগ্য নয়।আমার বা কিশোরদা বা রফি সাহেব বা মুকেশ ভাইয়া বা আশা ভোঁসলের গান গেয়ে অল্পসময়ের জন্য নজর কাড়া যায়।