কলকাতা: ইউটিউব থেকে ছোটপর্দা.. সমস্ত মাধ্যমেই বেশ জনপ্রিয় তিনি। আর এই জনপ্রিয়তাই তাঁকে সুযোগ এনে দিয়েছে বড়পর্দাতেও। এছাড়াও বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। রণবীর ব্রার (Ranveer Brar)। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে সেলিব্রিটি মাস্টার্সসেফ-এ। বিচারকের ভূমিকায়। দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় এই সেলিব্রিটি মাস্টার্সসেফ। তার অন্যতম কারণ অবশ্যই রণবীর। শুধু বিচার ই নয়, নিজের রসবোধ দিয়েও এই শো কে মাতিয়ে রাখেন তিনি। এই সিজনের রণবীরের সঙ্গে বিচারক হিসেবে রয়েছেন ফারহা খান (Farah Khan)-ও। তবে সদ্য, এই শো-এর প্রতিযোগীদের জন্য একটা বিশেষ ঘোষণা করেছেন রণবীর। কী সেই ঘোষণা? 

রণবীর বলেছেন, এই শো-এ যে যে প্রতিযোগী দুর্দান্ত রান্না করবে, তাঁদের একটি করে বিশেষ উপহার দেবেন রণবীর। কী সেই উপহার? রণবীর নিজে, তাঁর ব্যক্তিগত রান্নাঘরে যে ছুরি ব্যবহার করেন, সেই ছুরি তিনি উপহার দেবেন যে প্রতিযোগী সেই রান্নাটা করেছেন, সেই প্রতিযোগীকে। অনেকেই মনে করবেন, এ আবার কেমন উপহার? সামান্য একটা ছুরি তো যে কেউ ই উপহার দিতে পারেন। তারকা সেফ রণবীরের কী কোনও প্রতিযোগীকে এত সাধারণ উপহার দেওয়া সাজে? কিন্তু এই ছুরির দাম শুনলে, আপনার চোখ কপালে উঠে যাবে!

এই শো-তেই রণবীর জানিয়েছেন, তিনি যে ছুরিটি নিজের ব্যক্তিগত রান্নাঘরে ব্যবহার করেন, তার দাম ১.৪৫ লাখ টাকা। রণবীরের মতে, এই ছুরির মান ভীষণ ভাল। যে দাম এই ছুরিটি নেয়, সেই মতোই কোয়ালিটি এই ছুরিটার। এর ফলে রণবীর কেবলমাত্র এই ছুরিটিই ব্যবহার করেন। রণবীরের যদি কোনও প্রতিযোগীর রান্না ভাল লাগে, তাহলে তিনি সেই প্রতিযোগীর হাতে তুলে দেবেন এই মহামূল্য ছুরি। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই সবাই অবাক হয়ে গিয়েছেন রণবীর ব্রারের এই ছুরির দাম শুনে। অনেকেই জানতে চেয়েছেন, এই ছুরির মধ্যে আদৌ আছে টা কী যার জন্য তার দাম এত টাকা। 

 

আরও পড়ুন: Anindita-Sudip: সুদীপের চোখে জল, হাসতে হাসতে অপরেশন থিয়েটারে গেলেন অনিন্দিতা, কেমন ছিল মা হওয়ার অভিজ্ঞতা?