মুম্বই: বান্দ্রা। মুম্বইয়ের সবচেয়ে বিলাসবহুল আর অভিজাত জায়গা। বলিউড তারকাদের অধিকাংশের ঠিকানা এই বান্দ্রাতেই। কেবল তারকাদের বাসস্থানই নয়, বান্দ্রা মুম্বইতে ঘুরতে আসা পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। এই জায়গায় যেন বলিউডের স্বপ্নের ছোঁয়া রয়েছে। অন্যান্য তারকাদের সঙ্গে, বলিউডের বাদশার বাড়িও এখানেই। মন্নত। শাহরুখ খানের (Shah Rukh Khan) স্বপ্নের প্রাসাদ। আর এবার শাহরুখের পাড়াতেই নতুন ঠিকানা রণবীর সিংহের। 


একটু স্পষ্ট করে বলা যাক। বিয়ের পর,  বান্দ্রার বিলাসবহুল আবাসানে সংসার পেতেছিলেন রণবীর সিংহ (Ranveer Singh) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। এবার বান্দ্রায় সমুদ্রমুখী বহুতলে একটি ফ্ল্যাট কিনেছেন রণবীর। চারটি তলা মিলিয়ে তৈরি হয়েছে রণবীরের এই বিলাসবহুল ফ্ল্যাট। 


আরও পড়ুন: Kali Poster Row: ফের চর্চায় 'কালী' তথ্যচিত্রের পোস্টার, পরিচালক লীনাকে তলব দিল্লির তিস হাজারি আদালতের


তবে দীপিকা  নন, বরং বাবার সঙ্গে মিলে এই ফ্ল্যাট কিনেছেন রণবীর। সূত্রের খবর, বাবা জগজিৎ সুন্দর সিংহ ভাবনানির ফার্মের সঙ্গে যৌথ ভাবে ‘মন্নত’-এর পাশেই ওই বিলাসবহুল ফ্ল্যাটটি কিনেছেন রণবীর। বহুতলের ১৬, ১৭, ১৮ এবং ১৯ তলা জুড়ে ফ্ল্যাটের জায়গা। সব মিলিয়ে ১১,২৬৬ বর্গফুট কার্পেট এলাকা। ফ্ল্যাটটির ব্যক্তিগত ছাদ এলাকা ১,৩০০ বর্গফুট জুড়ে।


২০২১ সালে স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে মিলে আলিবাগে একটি বাংলো কিনেছিলেন রণবীর। বাংলোটির তৎকালীন মূল্য ছিল ২২ কোটি। এর পরে এটি রণবীরের নামে দ্বিতীয় সম্পত্তি। 


আগামীতে রোহিত শেট্টির 'সার্কাস' ছবিতে দেখা যাবে অভিনেতাকে। রণবীর সিংহকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'জোয়েসভাই জোরদার' ছবিতে। যদিও এই ছবি সাফল্য পায়নি বক্সঅফিসে। 


সম্প্রতি গুঞ্জন উঠেছিল, একসঙ্গে কাজ করছেন রণবীর সিংহ ও সামান্থা প্রভু। যদিও এই বিষয়ে মুখ খোলেননি কেউই। কেবল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দেখেই ছড়িয়েছিল সেই গুঞ্জন। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন সামান্থা। সেখানে একটি ছবিতে একজন বায়ুসেনার পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। তাঁর সঙ্গে পোজ দিয়েছিলেন রণবীর সিংহ। নীল শার্টে তাঁকেও কোনও ইউনিফর্ম পরে মনে হচ্ছে। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'দ্য স্যুইটেস্ট এভার রণবীর সিংহ'। বাংলা তর্জমা করলে যাঁর মানে দাঁড়ায়, 'সবচেয়ে মিষ্টি'। সামান্থার সেই পোস্ট রিপোস্ট করেছিলেন রণবীরও। লিখেছিলেন 'খুব ভাল লাগল'।