মুম্বই: এ বছরের শেষেই বিয়ে করে ফেলবেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। তাঁরা ইতালিতে বিয়ে করতে চলেছেন সে খবর আগেই জানা গিয়েছে। এবার জানা গেল বিয়ের জন্য ইতালির কোন শহরকে বেছে নিয়েছেন তাঁরা।

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পথে হেঁটে দীপিকা-রণবীরও ইতালিতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। শোনা যাচ্ছে, বাজিরাও-মস্তানি বিয়ে করবেন ইতালির লেক কোমো-তে। সমুদ্রের ধারে অসাধারণ সব ভিলায় সজ্জিত এই এলাকা ইতালির অন্যতম সুন্দর জায়গা। রণবীর- দীপিকা দুজনেরই এই জায়গা ভীষণ পছন্দ হয়েছে।



হলিউড তারকা জর্জ ক্লুনি তাঁর স্ত্রী অমল আলামুদ্দিনকে ইতালিতে বিয়ে করেন। কিম কারদাশিয়াঁ ও কানিয়ে ওয়েস্টেরও বিয়ে হয় ইতালিতে। রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়াও এই দেশে বিয়ে করেছেন।

জানা গিয়েছে, দীপিকা-রণবীরের বিয়েতে থাকবেন অর্জুন কপূর ও শাহরুখ খান। বিয়ের পর মুম্বই ফিরে বিরাট পার্টি দেবেন তাঁরা।