মুম্বই: ৬ অগাস্ট ছিল চলতি বছরের 'বন্ধুত্ব দিবস' (Friendship Day)। আর এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়া ভরে ওঠে একাধিক আবেগঘন পোস্টে। বাদ পড়েননি বলিউড তারকারাও (Bollywood Celebrities)। তাঁদের মধ্যেই নজর কাড়ল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) পোস্ট। প্রিয় বন্ধু 'বাজিরাও'য়ের জন্য বিশেষ নোট লিখলেন 'মস্তানি'। লিখলেন, 'নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করুন।' তারপর?


দীপিকা পাড়ুকোনের 'ফ্রেন্ডশিপ ডে' পোস্ট


রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি লেখা পোস্ট করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ক্যাপশনে উল্লেখ করলেন বর রণবীর সিংহের (Ranveer Singh) নাম। অর্থাৎ তাঁর জন্যই সেই পোস্ট, বলাই বাহুল্য। 


পোস্টে উদ্ধৃত করেন লেখিকা এনটিমার লেখা কিছু অংশ। পোস্টে লেখা দেখা যায়, 'নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করুন। আমি খুব হালকাভাবে কথাটা বলছি না। সত্যি সত্যি সেই কঠিনতম, সবচেয়ে খুশির বন্ধুত্ব খুঁজে বের করুন যাঁর প্রেমে পড়ছেন। এমন কেউ যে তোমার সম্পর্কে প্রচুর ভাল কথা বলে। এমন কেউ যাঁর সঙ্গে আপনি প্রাণখুলে হাসতে পারবেন। এমন হাসি যাতে পেটে যন্ত্রণা হবে, আর হঠাৎ নাক ডেকে উঠবেন। সেরকম অপ্রস্তুত হয়ে যাওয়ার মতো, সুস্থ করে দেওয়ার মতো হাসি। বুদ্ধিমত্তাও জরুরি। জীবন খুবই ছোট এমন কাউকে ভাল না বাসার জন্য যে তাঁর আশেপাশে আপনাকে বোকা হয়ে থাকতে দেয়।' 


সেই পোস্টে তিনি আরও লেখেন, 'নিশ্চিত করবেন তিনি এমন কোনও মানুষ যে আপনাকে কাঁদতেও দেয়। দুঃখ আসবেই। এমন কাউকে খুঁজুন যাঁকে এইসব সময়ও আপনি সঙ্গে রাখতে চান। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমন মানুষকে বিয়ে করুন যিনি প্যাশন, ভালবাসা ও উন্মাদনাকে একত্রিত করে আপনার সঙ্গে চলে। এমন ভালবাসা যা কখনও লঘু হবে না - জলস্তর গভীর ও অন্ধকার হয়ে গেলেও না।'


এই পোস্টের ক্যাপশনে তিনি রণবীরকে ট্যাগ করেন। কমেন্টে রণবীর সিংহ ভালবাসা জানান, সঙ্গে 'ইনফিনিটি' সাইন। কমেন্ট বক্স ভরে ওঠে অনুরাগীদের শুভেচ্ছা ও ভালবাসায়। 


 






এক অনুরাগী লেখেন, 'খুব ভাল লাগল এবং খুব সত্যি কথা।' অপর একজন লেখেন, 'সবসময়ের প্রিয় জুটি'। প্রসঙ্গত যখন দীপিকা ও রণবীরের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে, তখন তাঁদের একের পর এক ভালবাসায় মোড়া পোস্ট সেই জল্পনাকে উড়িয়ে দিচ্ছে। 


টানা ৬ বছর সম্পর্কে থাকার পর ২০১৮ সালের নভেম্বর মাসে সাত পাকে বাঁধা পড়েন রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। সোশ্যাল মিডিয়া হোক বা ব্যক্তি জীবন একে অপরের প্রতি ভালবাসা জানাতে কখনও পিছপা হন না এই তারকা জুটি। 


আরও পড়ুন: 'The Kerala Story' On OTT: এবার OTT-তে আসছে 'দ্য কেরালা স্টোরি'? কবে কোথায় দেখা যাবে? কী জানালেন প্রযোজক?


কাজের ক্ষেত্রে, রণবীর সিংহকে সম্প্রতি দেখা গেছে কর্ণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে আলিয়া ভট্টের বিপরীতে। যা দিন দশেকের মাথায় ১০০ কোটির গণ্ডি পেরিয়েছে বক্স অফিসে। অন্যদিকে, দীপিকা পাড়ুকোন আপাতত ব্যস্ত তাঁর আসন্ন প্যান ইন্ডিয়া ছবি 'কল্কি ২৮৯৮ এডি' নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে দীপিকাকে দেখা যাবে প্রভাসের বিপরীতে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial