মুম্বই: কেরিয়ারের শুরু থেকে ভিন্ন স্বাদের বিভিন্ন ছবিতে অভিনয় করছেন রণবীর সিংহ (Ranveer Singh)। তখনও 'বাজিরাও মস্তানি' ছবিতে কখনও 'পদ্মাবত' ছবিতে। সদ্য কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'এইট্টি থ্রি'। এই ছবিতে কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিংহ। ছবি মুক্তি পাওয়ার পর থেকে বলিউডের অন্দর থেকে প্রশংসা পাচ্ছেন অভিনেতা। এছাড়াও দর্শক থেকে সমালোচকদের থেকে প্রশংসা পাচ্ছেন। তাই নিঃসন্দেহে 'এইট্টি থ্রি' ছবিটি রণবীর সিংহের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। কীভাবে এমন সমস্ত চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেন? এক সাক্ষাৎকারে জানালেন কী এর রহস্য।


এক সাক্ষাৎকারে রণবীর সিংহ বলেন, 'আমি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। যখন সঞ্জয়লীলা বনশালী আলাউদ্দিন খিলজির চরিত্রের জন্য আমাকে বলেন কিংবা কবীর খান কপিল দেবের চরিত্রের জন্য় আমাকে প্রস্তাব দেন অথবা রোহিত শেট্টি শিম্বা চরিত্রের জন্য আমাকে প্রস্তাব দেন। আমি এমন সমস্ত চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। আমার কোনও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতেই নার্ভাস লাগে না বা ভয় লাগে না।'


আরও পড়ুন - RRR: 'ট্রিপল আর' ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিলেন অজয় দেবগন-আলিয়া ভট্ট?


'এইট্টি থ্রি' ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করে ক্রিকেট জগত থেকেও প্রশংসা পান রণবীর সিংহ। কিংবদন্তি ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত অভিনেতার অভিনয়ের প্রভূত প্রশংসা করেন। রণবীর সিংহ সেই প্রসঙ্গে বলেন, 'আমি ওঁর থেকে অনেক শিখেছি। 'এইট্টি থ্রি' ছবির প্রোমোশনের সময় ওঁর সঙ্গে অনেকটা সময় কাটানোর অভিজ্ঞতা হয়েছিল। তিনি আমাকে অনেক মনের জোর দিয়েছেন। যা কোনওদিন বদলাবে না। আমি যখনই কখনও নার্ভাস অনুভব করি, ওঁর কথা মনে করি।'


প্রসঙ্গত, রণবীর সিংহের হাতে রয়েছে একাধিক ছবির কাজ। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে 'জোয়েসভাই জোরদার' ছবিতে। এছাড়াও আলিয়া ভট্টের বিপরীতে রণবীর সিংহকে দেখা যাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে। রোহিত শেট্টির 'সার্কাস' ছবিতে দেখা যাবে রণবীর সিংহকে।