নয়াদিল্লি: এই মুহূর্তে বিনোদন দুনিয়ার অন্যতম চর্চিত খবর দীপভীরের বিয়ে। দুদিন ধরে ইতালির লেক কোমোতে দুই প্রদেশের রীতি মেনে বিয়ে হচ্ছে দীপভীরের। বিয়ে সংক্রান্ত নানা প্রথা রয়েছে। বিয়ের পর এমনই এক নিয়ম পালনের সময় আচমকাই পাত্র বেঁকে বসে বলেন, যদি তাঁর একটি শর্ত পাত্রী ও তাঁর বাড়ির লোক না মানেন, তাহলে তিনি বিবাহ সম্পন্ন করবেন না। তবে শর্ত শুনে পাত্রী তো লজ্জায় লাল হয়ে যান।
প্রসঙ্গত, দক্ষিণ ভারতের রীতি, বিয়ের পর পাত্রকে তাঁর সদ্য বিবাহিতা স্ত্রীকে নিজে হাতে খাবার খাইয়ে দিতে হবে। কিন্তু রণবীর আবদার করে বসেন, দীপিকাকে একটি চুম্বন উপহার দিতে হবে তাঁকে। তবেই তিনি স্ত্রীকে খাইয়ে দেবেন। শুনে অতিথিদের সামনে কার্যত লজ্জায় লাল হয়ে যান অভিনেত্রী।
দীপিকাকে বিয়ের পর খাবার খাওয়াবো, তবে শর্ত মানলে, রণবীরের আবদারে 'লজ্জায় লাল' পাত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Nov 2018 04:04 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -