দীপিকা পাড়ুকোনকে পাওয়া তাঁর জীবনে আশীর্বাদ, বললেন রণবীর সিংহ
ABP Ananda, Web Desk | 18 Mar 2018 02:53 PM (IST)
নয়াদিল্লি: নিজেদের সম্পর্কের ব্যাপারে কখনও মুখ খোলেননি তাঁরা। অনুরাগী, সংবাদমাধ্যমের শত প্রশ্নের সামনে তাঁরা নিশ্চুপ। কিন্তু এতদিনে এ বিষয়ে কথা বললেন রণবীর সিংহ। বললেন, দীপিকা পাড়ুকোনকে জীবনে পাওয়া তাঁর কাছে আশীর্বাদ হয়ে এসেছে। গত সপ্তাহে এক ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা রণবীরের একটি ছবির নীচে লেখেন, ‘আমার’। যদিও অল্প সময়ের মধ্যেই তা ডিলিট করে দেন তিনি। আর এবার রণবীর এসেছিলেন এক সংবাদমাধ্যমের সমাবেশে। সেখানে তাঁকে দীপিকা নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে তা এড়াতে চেষ্টা করেন তিনি। পরে বলেন, দীপিকা তাঁকে মানুষ হিসেবে পূর্ণ হয়ে উঠতে সাহায্য করেছেন, তাঁকে নিজের জীবনে পাওয়া তাঁর কাছে আশীর্বাদ। রণবীর আরও বলেন, তাঁর ও প্রকাশ পাড়ুকোন কন্যার সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার ওপর দাঁড়িয়ে। তবে তিনি দীপিকার অভিনয়ে মুগ্ধ কিন্তু দীপিকা মোটেই তা নন। তিনি নাকি বলেন, তুমি অতি অভিনয় কর। কিন্তু দীপিকা নিজে অসামান্য অভিনেত্রী, তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে।