মুম্বই:  অভিনেতা রণবীর সিংহ ২০১৭ সালে সুইৎজারল্যান্ড পর্যটনের প্রচারে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। এই প্রচারের নাম ‘নেচার ওয়ানটস ইউ ব্যাক’।

মাস তিনেক আগে ৩১ বছর বয়সি এই বলিউড তারকা সুইৎজারল্যান্ড গিয়েছিলেন ছুটি কাটাতে। তখন তিনি বলেছিলেন বলিউড ও সুইৎজারল্যান্ড কোথাও যেন একাত্ম হয়ে গেছে। যশরাজ ফিল্মসের প্রায় প্রত্যেক ছবির শ্যুটিংয়েই কোনও না কোনও গানের দৃশ্য সুইৎজারল্যান্ডে শ্যুট করা হয়েছে। আর এভাবেই দেশের মানুষ চিনে নিয়েছিল আল্পস-এর কোলের এই সুন্দর স্বর্গ রাজ্যটিকে। যশরাজ ফিল্মস সুইৎজারল্যান্ডকে জনপ্রিয় করেছিল, আর তিনি সেই জনপ্রিয়তাকে আরও বেশ কয়েকধাপ এগিয়ে নিয়ে যেতে চান, জানিয়েছেন রণবীর। এই দায়িত্ব পেয়ে তাই ভীষণই খুশি বলিউড তারকা।

তবে আগেরবার ঘুরতে গেলেও সামনের ডিসেম্বরে রণবীর সুইৎজারল্যান্ড যাবেন ভারতের প্রতিনিধি হয়ে সেখানকার  পর্যটনের প্রচারে। তখন তাঁর কাজটাও হবে একেবারেই অন্য রকম, এক সাক্ষাৎকারে জানিয়েছেন রণবীর। এবার পর্যটনের প্রচারে রণবীরকে সেখানকার সংস্কৃতিকেও প্রচার করতে হবে।