কলকাতা: চেয়েছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-কে অস্বস্তিতে ফেলতে। কিন্তু, পাল্টা এই উত্তর যে আসবে নায়িকার থেকে তা কল্পনাও করেননি খোদ রণবীর সিংহ (Ranveer Singh)। 'কফি উইথ কর্ণ' (Koffee With Karan)-এর এপিসোডে এসে, সেই গল্পই শোনালেন বলিউডের 'বাজিরাও'। কর্ণ জোহরের চ্যাট শো-তে এসেছিলেন দীপিকা ও রণবীর। আর এই শো প্রকাশ্যে আসার পর থেকেই ভাইরাল তাঁদের একাধিক অজানা গল্প। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে টুকরো টুকরো এপিসোডের অংশ।
'কফি উইথ কর্ণ'-র শো-তে এসে, সঞ্জয় লীলা ভন্সালীর (Sanjay Leena Bhanshali)-র ছবির সেটে ঘটে যাওয়া একটি ঘটনার কথা প্রকাশ্যে আনেন রণবীর। তিনি বলেন, এটি ছবির সাফল্যে বিশাল এক খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করেছিলেন পরিচালক। সেই ছবিতে নায়ক-নায়িকা ছিলেন দীপিকা ও রণবীর। বিভিন্ন রকম খাবারের মধ্যে, মেনুতে ছিল কাঁকড়া। সবাই বেশ আনন্দ করেই সারছিলেন দুপুরের খাওয়া-দাওয়া। হঠাৎ রণবীর লক্ষ্য করেন, দীপিকার দাঁতে কাঁকড়ার একটি অংশ আটকে রয়েছে। দীপিকাকে কিছুটা অস্বস্তিতে ফেলার জন্যই রণবীর বলেন, 'তোমার দাঁতে খাবার আটকে রয়েছে।' রণবীর মনে করেছিলেন, দীপিকা এই কথা শুনে অস্বস্তিতে পড়বে, লুকনোর চেষ্টা করবে। কিন্তু তিনি দীপিকা পাড়ুকোন। রণবীরের কথায় একটুও বিব্রত না হয়ে তিনি পাল্টা উত্তর দেন, 'তাই নাকি.. পরিষ্কার করে দাও তো একটু।'
রণবীর বলেন, তিনি দীপিকার দাঁত স্পর্শ করে সেই খাবারের টুকরোটা বের করে দেন। আর রণবীরের মনে হয়, তিনি যেন কোনও শকেটে হাত দিয়ে ফেলেছেন আর ২২০ ভোল্টের কারেন্ট লেগেছে। রণবীরের এই গল্প শুনে, পাশে বসে হাসতে থাকেন দীপিকা। কর্ণ প্রশংসা করেন দীপিকার উপস্থিত বুদ্ধির। এরপরে অন্য একটি কথার সূত্রে রণবীর বলেন, 'কেবল পাপারাৎজিদের সামনে নয়, যে কথা বললে দীপিকা হাসবে... আমি সারাদিন তেমন কথা বলে যেতে পারি। আমি কেবল ওর হাসি মুখটা দেখতে চাই।'
কেবল এই গল্পটি নয়, রণবীর ও দীপিকার লুকিয়ে বাগদান সারা থেকে শুরু করে একাধিক ভালবাসার মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: Ankita-Vicky: বারে বারে ঝগড়া-অপমান.. বিগ বসের বাড়িতে এসে ভিকি-অঙ্কিতার সম্পর্ক ভাঙনের মুখে?