এবার কপিল দেবের ভূমিকায় রণবীর সিংহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Sep 2017 10:40 AM (IST)
মুম্বই: মহম্মদ আজহারউদ্দিন আর এম এস ধোনিকে নিয়ে ছবি হয়েছে। ছবি হয়েছে মেরি কম আর মিলখা সিংহকে নিয়েও। সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করছেন শ্রদ্ধা কপূর। এবার দেশকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক কপিল দেবের পালা। ১৯৮৩-র বিশ্বকাপ জয় ওপর হতে চলেছে ছবিটি। তাতে কপিলের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংহকে। প্রথমে এই চরিত্রে ভাবা হয়েছিল রণবীরের ঘনিষ্ঠ বন্ধু অর্জুন কপূরের নাম। কিন্তু ছবির প্রযোজক ও সেলিব্রিটি ক্রিকেট লিগ প্রতিষ্ঠাতা বিষ্ণু ভাণ্ডারী জানিয়েছেন, রণবীরকে দেখা যাবে দেশের সর্বকালের সেরা অলরাউন্ডারের চরিত্রে। পরিচালনায় থাকবেন বজরঙ্গী ভাইজান খ্যাত কবির খান। হিন্দির পাশাপাশি ছবিটির তেলুগু ও তামিল সংস্করণও বার হবে।