ইয়াঙ্গন: হিংসাবিধ্বস্ত রাখাইন প্রদেশে উদ্ধার হয়েছে ২৮ জন হিন্দুর গণকবর। জানাল মায়ানমার সেনা। রোহিঙ্গা জঙ্গিরা এই খুন করেছে বলে তারা জানিয়েছে।
২৫ অগাস্ট রোহিঙ্গা জঙ্গিরা মায়ানমার সেনার ওপর হামলা চালানোর পর থেকেই ওই এলাকায় প্রচণ্ড সাম্প্রদায়িক দাঙ্গাহাঙ্গামা চলছে। ফলে সেনার দাবির সত্যতা যাচাই করা যায়নি। তবে সেনা ওয়েবসাইট জানিয়েছে, রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার হাতে নির্মমভাবে খুন হওয়া ২৮ জন হিন্দুর লাশের কবর তারা রাখাইন প্রদেশে খুঁজে পেয়েছে। মৃতের মধ্যে ২০ জন মহিলা ও ৮ জন পুরুষ। ৬টি বালক রয়েছে যাদের বয়স ১০-এর নীচে।
এই আরসাই সেই সংগঠন যারা মায়ানমার সেনার ওপর হামলা চালানোয় রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গা বিতাড়ন শুরু করেছে সেনা। ৪৩০,০০০-এরও বেশি রোহিঙ্গা মুসলিম প্রাণ নিয়ে পালিয়েছেন বাংলাদেশে। একইসঙ্গে গৃহহারা হয়েছেন ৩০,০০০-এর মত হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীও। অভিযোগ, এঁদের ওপর হামলা চালিয়েছে রোহিঙ্গা জঙ্গিরা।
মায়ানমার সরকারের মুখপাত্রও হিন্দুদের এই গণকবর পাওয়ার খবরে সিলমোহর দিয়েছেন। রাখাইন প্রদেশের এক বরিষ্ঠ পুলিশ অফিসার জানিয়েছেন, এক একটা গর্তে ১০-১৫টা করে দেহ পুঁতে দেওয়া হয়েছে। যেগ্রামে এই দেহগুলি পাওয়া গিয়েছে, তার নাম ইয়ে ব কিয়া। হিন্দু-মুসলমান দুই সম্প্রদায়ের মানুষই থাকতেন এখানে।
স্থানীয় হিন্দুরাও জানিয়েছেন, ২৫ অগাস্ট রোহিঙ্গা জঙ্গিরা তাঁদের গ্রামের পর গ্রাম উজাড় করে দেয়, যাঁরা রুখে দাঁড়ান, তাঁদের বেশিরভাগকে মেরে ফেলে, বাকিদের নিয়ে যায় গভীর জঙ্গলে।
২৮ জন হিন্দুকে মেরে গণকবর দিয়েছে রোহিঙ্গা জঙ্গিরা, জানাল মায়ানমার সেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Sep 2017 08:23 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -