১৯৮৩-র বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে কপিল দেবের ১৭৫ রানের ইনিংস স্মরণীয় হয়ে রয়েছে।
কবীর খান পরিচালিত এই সিনেমার জন্য রণবীর প্রচুর পরিশ্রম করেছেন এবং সিনেমার প্রথম ছবিগুলিতে তাঁর লুকের সঙ্গে অনেকেটাই ভারতের কিংবদন্তী অলরাউন্ডারের মিল রয়েছে।
সিনেমা মাহিন্দর অমরনাথের ভূমিকায় দেখা যাবে সাকিব সেলিম ও সন্দীপ পাটিলের ভূমিকায় দেখা যাবে চিরাগ পাটিলকে।
ব্রিটেন ও মুম্বইয়ের বিভিন্ন জায়গায় সিনেমার শ্যুটিং হয়েছে। সিনেমায় রণবীরের সঙ্গে কপিল দেবের স্ত্রীর ভূমিকায় দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে। বিয়ের পর এই প্রথম বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে রণবীর ও দীপিকাকে।
১৯৮৩-র বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দুরন্ত জয়ের কাহিনী অবলম্বনে এই সিনেমা। আগামী বছরের ১০ এপ্রিল তিন ভাষায় মুক্তি পাবে '৮৩'। ফাইনালে ভারতের জয় ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক রুখে দিয়েছিল। ক্যারিবিয়ান দল ১৯৭৫ ও ১৯৭৯-তে বিশ্বকাপ জিতেছিল।